Ajker Patrika

সড়কে প্রাণ গেল শিশুসহ দুজনের

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৪
সড়কে প্রাণ গেল শিশুসহ দুজনের

নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার বিশ্বরোড মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সানোয়ারুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হন।

তিনি ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় সানোয়ারুল ইসলামকে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে নয়াবাজার বিশ্বরোড মোড়ে জনতা উত্তেজিত হয়ে পরিবহন চলাচল বন্ধ দেয়। পরে ঘটনাস্থলে বনপাড়া হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী আজকের পত্রিকাকে বলেন, বাসটি আটক করে হাইওয়ে থানায় আনা হয়েছে। অভিযোগ পেয়েছেন তিনি। সে অনুযায়ী মামলা করা হবে।

অপর দিকে গতকাল সকাল ৯টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যানে থাকা এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের নাম সাব্বির হোসেন (১০)।

স্থানীয়রা জানান, শিশু সাব্বির হোসেন তার মা সালেহা খাতুন ও আরেক যাত্রী আবুল হোসেন ভ্যান করে রায়পুরে যাচ্ছিল। নওপাড়া মাঠপাড়া পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যান থেকে শিশু সাব্বির হোসেন ছিটকে পড়ে। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া সালেহা বেগম ও আবুল হোসেন আহত হয়েছেন। পরে তাঁদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, শিশু সাব্বির নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত