Ajker Patrika

তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন নিয়ে দলটির অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি গঠনে তৃণমূলের যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলায় বিএনপিকে সুসংগঠিত করতে এর সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে মোরশেদ হাজারী এবং সদস্যসচিব করা হয়েছে মাহমুদুল হাসান দিলুকে। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে মুনসুর আলম এবং সদস্যসচিব করা হয়েছে ইউসুফ আল মাসুদকে। শ্রমিক দলের কমিটিতে সভাপতি করা হয়েছে নুরুল আলম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ শফিকে।

উপজেলা যুবদলের সদস্য শেখ মোহাম্মদ সুমন অভিযোগ করে বলেন, ‘টাকার বিনিময়ে পদ-পদবি বিক্রি হচ্ছে। তা ছাড়া অনুগত না হলে পদ পাওয়া দুষ্কর। যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। টাকা দিতে পারলে আমাকে কমিটিতে ভালো পদ দেওয়া হতো। বিষয়টি দলের নেতাদের জানিয়েছি।’

উত্তর জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন বলেন, ‘ব্যক্তির পূজা করতে না পারায় আমাকে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়নি। ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি।’

উপজেলা ছাত্রদলের সদস্য মুহাম্মদ তারেকুল ইসলাম বলেন, ‘টাকার বিনিময়ে নেতারা নীতি বিসর্জন দিচ্ছেন। এ লজ্জা রাখি কোথায়।’ তিনি অবিলম্বে দলের হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরোয়ার আলমগীর বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে অবস্থানকারী এক নেতা বিএনপির রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটি বানাচ্ছেন। তিনি অযোগ্যদের দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের পাঁয়তারা করছেন।’

অভিযোগের বিষয়ে উত্তর জেলা ও উপজেলা বিএনপির সদস্য কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলে যোগ্য ও ত্যাগী নেতাদের আধিক্যও বেশি। কিন্তু কমিটিতে সবাইকে রাখা সম্ভব নয়। অভিযোগ সত্য নয়।’

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, ‘কাজ করলে অভিযোগ আসবেই। নেতৃত্ব থেকে ছিটকে তাঁরা এসব অপপ্রচার করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত