Ajker Patrika

আগুনে পুড়ল কর্ণফুলীর প্লাস্টিকের কারখানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ০৩
আগুনে পুড়ল কর্ণফুলীর প্লাস্টিকের কারখানা

চট্টগ্রামের কর্ণফুলীতে প্লাস্টিকের ববিন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিকলবাহায় এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন মানিক বলেন, শিকলবাহা এলাকার আবু তাহেরের প্লাস্টিকের ববিন তৈরির কারখানা শাহিন এন্টারপ্রাইজে গতকাল বিকেলে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্লাস্টিকের হওয়ায় সব পণ্যই পুড়ে যায়। এতে মালিকের আনুমানিক সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সাইফুদ্দিন মানিক বলেন, ‘আমাদের এলাকাটা শিল্প এলাকা। এখানে অনেক কারখানা রয়েছে। এসব কারখানায় আগুন লাগলে সড়কের জন্য ফায়ার সার্ভিসও আসতে পারে না। চারদিকে শুধু স্থাপনা।’

ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে প্লাস্টিকের ববিন তৈরির কারখানা গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘প্রশাসনও তাঁদের কিছু বলে না। আমরা জনপ্রতিনিধিরা যদি কিছু বলতে যাই, তাহলে তা হয়ে যায় চাঁদাবাজি।’ তবে আগুনের ঘটনার খবর পেয়েও মালিক ঘটনাস্থলে আসেননি বলেও জানান তিনি।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা জানান, গ্রামের ভেতর ঝুঁকিপূর্ণ কারখানার বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত