Ajker Patrika

যে ছকে এগোতে পারেন অনন্য দেশম

যে ছকে এগোতে পারেন অনন্য দেশম

৮৪ বছর আগে এক অনন্য রেকর্ড গড়েছিলেন ভিত্তরিও পোজ্জো। তাঁর অধীনে টানা দুটি (১৯৩৪ ও ১৯৩৮) বিশ্বকাপ জিতেছিল ইতালি। এবার সেই রেকর্ড ছোঁয়ার হাতছানি দিদিয়ের দেশমের সামনে। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। ফরাসিদের ২০২২ বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখাচ্ছেন দেশম। তবে তার আগে আজ আল বায়েত স্টেডিয়ামে তাঁদের এক সময়ের উপনিবেশ মরক্কোকে হারাতে হবে।

২০১২ থেকে ফ্রান্সের প্রধান কোচের দায়িত্বে দেশম। তাঁর অধীনে তিনটি বিশ্বকাপ খেলছে ফরাসিরা। চোটের কারণে স্কোয়াডে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও কাতারে শিরোপা ধরে রাখার মিশনে কোনো অসুবিধা হচ্ছে না তাঁর।

 তবে প্রতিপক্ষ রূপকথার গল্প লিখে চলা মরক্কো আর মঞ্চটা শেষ চার বলেই আজও অপরিবর্তিত একাদশ মাঠে নামাতে পারেন দেশম। শেষ ষোলো ও শেষ আটে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনেননি তিনি। ক্রীড়া সংবাদমাধ্যম ইউরোস্পোর্টও জানিয়েছে, ৪-৫-১ ফরমেশনে শুরুর একাদশ সাজাতে পারেন ফরাসি কোচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত