Ajker Patrika

যৌতুক মামলায় কারাগারে স্বামী

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ১৮
যৌতুক মামলায় কারাগারে স্বামী

পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজছাত্রকে জোর করে বিয়ে করার ঘটনায় আলোচিত যুবক নাজমুল হাসানকে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাজমুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাঁর স্ত্রী ইসরাত জাহান পাখির দায়ের করা মামলায় সোমবার দুপুরে নাজমুল ও তাঁর মা–বাবা আদালতে হাজির হন।

ভুক্তভোগী ওই নারীর আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘নাজমুল হাসানের সঙ্গে ইসরাত জাহান পাখির প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালের ডিসেম্বরে তাঁদের দুজনের বিয়ে হয়। গত ২৭ সেপ্টেম্বর দুপুর দেড়টায় ঢাকার একটি কাজী অফিসে নাজমুল ও পাখির বিয়ের কাবিন অনুষ্ঠিত হয়। সেখানে কাবিনের মোহরানার টাকা নিয়ে একটি জটিলতা তৈরি হয় এবং সে সময়ের একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় পাখি নাজমুলকে জোর করে বিয়ে করেছেন। গত ৩ অক্টোবর নাজমুল পাখির বিরুদ্ধে একটি মামলা করেন। যাতে দাবি করা হয় ২৭ সেপ্টেম্বর নাজমুলকে পটুয়াখালী লঞ্চঘাট থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রকৃতপক্ষে ওই দিন নাজমুল ঢাকায় অবস্থান করছিলেন। আসামি নাজমুল ইসরাত জাহানের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত