Ajker Patrika

ঘোড়াশাল পৌর ভোট রাত পোহালেই

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ৪৯
ঘোড়াশাল পৌর ভোট  রাত পোহালেই

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় আগামীকাল ২ নভেম্বর ভোট। পৌর নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে প্রতি কেন্দ্রে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পৌর নির্বাচনের সব কার্যক্রম তদারকি করবেন বলে জেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, ‘পৌরসভার প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রিসাইডিং কর্মকর্তার মাধ্যমে ভোটের সব সরঞ্জাম পাঠানো হচ্ছে। কেন্দ্র অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় ৩ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৩টি টিম মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি ও র‍্যাব নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।

ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন। এ ছাড়া ৫৩ কাউন্সিলর ও ১৬ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৪টি। আর মোট বুথের সংখ্যা ১৮৬। পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৬২ হাজার ২৪৮। এঁদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৩০ হাজার ৩৮৭। পুরুষ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৮৬১।

পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল হক রনি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইকরাম হোসেন।

মেয়র প্রার্থী আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘আমি বিজয়ী হলে আধুনিক ও মডেল পৌরসভা গড়তে তুললে চাই।’

স্বতন্ত্র প্রার্থী তানজিরুল হক বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। অপর প্রার্থী মো. ইকরাম হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আমি জয় লাভ করব বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত