Ajker Patrika

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণার দাবি এইচআরপিবি

পরিবেশ দূষণকারী ও নদী দখলকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে আইনে সংশোধনী আনার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পুরো কমিশনের সঙ্গে বৈঠক করে লিখিতভাবে এই দাবি জানায় সংগঠনটি।

এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরির সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়, আমরা আদালতের মাধ্যমে অনেক নির্দেশনা অর্জন করতে সক্ষম হয়েছি। তা সত্ত্বেও পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। যেহেতু প্রভাবশালী ও বিত্তশালীরা বর্তমানে বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুতরাং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের অযোগ্য ঘোষণা করার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে পরিবেশ সংরক্ষণ সহজতর হবে।

এতে আরও বলা হয়, আপিল বিভাগের পরামর্শ বা মতামত অনুসারে পদক্ষেপ গ্রহণ করা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ বা মতামতের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে “গণপ্রতিনিধিত্ব আদেশ” সংশোধন করে পরিবেশ দূষণ ও নদী দখলকারীদের নির্বচনে অযোগ্য ঘোষণা করার আইনি বিধান সংযোজন করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত