Ajker Patrika

দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আরও ২ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আরও ২ দিন

ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে গেলেও দেশে আরও দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির কারণে সারা দেশের তাপমাত্রা সামান্য কমে আসবে।

আজ রোববার রাতে আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা হয়েছিল, তা হবে না। আগামী দুই দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এতে যেসব অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে তা প্রশমিত হয়ে আসবে।’

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। 

গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায়— ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত