Ajker Patrika

আড়িয়ল বিলে অবৈধ আবাসন প্রকল্প নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আড়িয়ল বিলে অবৈধ আবাসন প্রকল্প নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ

আড়িয়ল বিলে অবৈধ আবাসন প্রকল্প গড়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ আসে। 

জানতে চাইলে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘প্রাকৃতিক জলাশয় আড়িয়ল বিলে অসংখ্য রিয়েলে এস্টেট গড়ে ওঠার তথ্য আমরা পেয়েছি। কৃষি জমিতে তারা বালু ভরাট করে অবৈধভাবে এটা করছে। বিষয়টি নিয়ে কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।’ 

আড়িয়ল বিল প্রাকৃতিক জলাশয় উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে তো কোনো হাউজিং বা রিয়েল এস্টেট গড়ে উঠতে পারে না। যেসব অভিযোগ এসেছে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে চিঠি লেখার সুপারিশ করেছি।’ 

সংসদীয় কমিটি পরিবেশ মন্ত্রণালয়কে সেখানকার একটি ডিজিটাল ম্যাপ করার পরামর্শ দিয়েছে বলে জানান সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘সেখানে পুরোনো যে ম্যাপ রয়েছে সেটার সঙ্গে বর্তমানে কী পরিবর্তন হয়েছে সেটা দেখতে বলেছেন।’ 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কমিটি আড়িয়ল বিলে অবৈধভাবে গড়ে ওঠা আবাসন প্রকল্পের বিস্তাররোধে এবং পরিবেশ সংরক্ষণে জমির শ্রেণি পরিবর্তন এবং ছাড়পত্র না দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়ার সুপারিশ করেছে। 

এদিকে বারবার সুপারিশ করা হলেও সাভারের ট্যানারি শিল্পনগরীতে পরিবেশ দূষণ বন্ধে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না বলে জানান কমিটির সভাপতি। অনেকগুলো প্রতিষ্ঠান হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন করছে না উল্লেখ তিনি বলেন, ‘নানা অজুহাতে এখানে প্রত্যাশিতভাবে অগ্রগতি নেই। যারা কোর্টের আদেশ মানছে না তাদের তথ্য আমরা দিতে বলেছি।’ 

ট্যানারি শিল্পনগরীকে কার্যক্রম পরিচালনা করছে এমন একশর মতো প্রতিষ্ঠান এখানে বিসিকের সঙ্গে প্লট লিজ চুক্তি করেনি বলে বৈঠকে জানানো হয়। ওই সব প্রতিষ্ঠানের কাছে বিসিকের ৩০০ কোটি টাকা পাওনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। এ বিষয়ে সাবের হোসেন বলেন, ‘যাদের লিজ চুক্তি নেই সেই তথ্য আমরা চেয়েছি। এক মাসের মধ্যে এ তালিকা দিতে বলেছি।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চামড়া শিল্পনগরীতে বরাদ্দকৃত প্লটের যে সকল বরাদ্দ প্রাপ্তরা এখনো লিজ চুক্তি স্বাক্ষর করেনি তাঁদের ট্যানারির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সুপারিশ করা হয়। 

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত