Ajker Patrika

নদী সাঁতরে আসা হাতি দুটিকে এখনো বাগে আনা যায়নি

প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২১, ১৭: ৫৭
নদী সাঁতরে আসা হাতি দুটিকে এখনো বাগে আনা যায়নি

টেকনাফ (কক্সবাজার): নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে আসা হাতি দুটিকে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। হাতি দুটিকে বনাঞ্চলে ফেরাতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, বন বিভাগ ও উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

পারভেজ চৌধুরী বলেন, ‘হাতি দুটিকে বনাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য গতকাল সারা দিন আমরা যৌথভাবে চেষ্টা চালিয়েছি। বিকেল সাড়ে ৫টার দিকে বড়টিকে এবং এর আগে ছোট হাতিটিকে সৈকত এলাকা থেকে টেকনাফে নেওয়ার চেষ্টা করা হয়। গলায় রশি বেঁধে এদের বনাঞ্চলের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও পুরোপুরি বাগে আনা যায়নি। তবে বড় হাতিটি দুর্বল হয়ে পড়ায় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদী সাঁতরে দুই হাতি বাংলাদেশেআজ সকালেও বন বিভাগ হাতি দুটোকে টেকনাফের বনাঞ্চলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে হাতি দুটি ইচ্ছেমতো ছোটাছুটি করে লোকালয়ের একটি বাগানে ঢুকে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতিটি এখানেই আছে। অসংখ্য উৎসুক জনতা ভিড় করায় এ কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। তবে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদী সাঁতরে দুই হাতি বাংলাদেশেগত শনিবার দুপুরে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এ দুটি হাতি। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেন দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। তবে রোববার সকালে আবার নাফ নদীতে নেমে আসে হাতি দুটি। এরপর থেকে তাদের আর বাগে আনা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত