প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার): নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে আসা হাতি দুটিকে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। হাতি দুটিকে বনাঞ্চলে ফেরাতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, বন বিভাগ ও উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পারভেজ চৌধুরী বলেন, ‘হাতি দুটিকে বনাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য গতকাল সারা দিন আমরা যৌথভাবে চেষ্টা চালিয়েছি। বিকেল সাড়ে ৫টার দিকে বড়টিকে এবং এর আগে ছোট হাতিটিকে সৈকত এলাকা থেকে টেকনাফে নেওয়ার চেষ্টা করা হয়। গলায় রশি বেঁধে এদের বনাঞ্চলের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও পুরোপুরি বাগে আনা যায়নি। তবে বড় হাতিটি দুর্বল হয়ে পড়ায় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
আজ সকালেও বন বিভাগ হাতি দুটোকে টেকনাফের বনাঞ্চলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে হাতি দুটি ইচ্ছেমতো ছোটাছুটি করে লোকালয়ের একটি বাগানে ঢুকে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতিটি এখানেই আছে। অসংখ্য উৎসুক জনতা ভিড় করায় এ কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। তবে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত শনিবার দুপুরে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এ দুটি হাতি। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেন দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। তবে রোববার সকালে আবার নাফ নদীতে নেমে আসে হাতি দুটি। এরপর থেকে তাদের আর বাগে আনা যাচ্ছে না।
টেকনাফ (কক্সবাজার): নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে আসা হাতি দুটিকে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। হাতি দুটিকে বনাঞ্চলে ফেরাতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, বন বিভাগ ও উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পারভেজ চৌধুরী বলেন, ‘হাতি দুটিকে বনাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য গতকাল সারা দিন আমরা যৌথভাবে চেষ্টা চালিয়েছি। বিকেল সাড়ে ৫টার দিকে বড়টিকে এবং এর আগে ছোট হাতিটিকে সৈকত এলাকা থেকে টেকনাফে নেওয়ার চেষ্টা করা হয়। গলায় রশি বেঁধে এদের বনাঞ্চলের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও পুরোপুরি বাগে আনা যায়নি। তবে বড় হাতিটি দুর্বল হয়ে পড়ায় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
আজ সকালেও বন বিভাগ হাতি দুটোকে টেকনাফের বনাঞ্চলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে হাতি দুটি ইচ্ছেমতো ছোটাছুটি করে লোকালয়ের একটি বাগানে ঢুকে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতিটি এখানেই আছে। অসংখ্য উৎসুক জনতা ভিড় করায় এ কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। তবে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গত শনিবার দুপুরে মিয়ানমারের সীমান্ত পেরিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এ দুটি হাতি। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেন দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। তবে রোববার সকালে আবার নাফ নদীতে নেমে আসে হাতি দুটি। এরপর থেকে তাদের আর বাগে আনা যাচ্ছে না।
আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগেআজ দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার কোথাও বৃষ্টিপাত হয়নি।
২ দিন আগে