অনলাইন ডেস্ক
ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা। এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বুলেটিনে আরও বলা হয়, এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তবে আকাশ মেঘলা বা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুলেটিনে বলা হয়, আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল রোববারের রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরেকটি বুলেটিনে বজ্রপাত নিয়ে সতর্কতা বার্তা দিয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরবর্তী ৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
আবহাওয়া অফিস এ সময় কিছু সতকর্তা অবলম্বন করতে বলেছে—
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা। এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বুলেটিনে আরও বলা হয়, এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তবে আকাশ মেঘলা বা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুলেটিনে বলা হয়, আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল রোববারের রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরেকটি বুলেটিনে বজ্রপাত নিয়ে সতর্কতা বার্তা দিয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরবর্তী ৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
আবহাওয়া অফিস এ সময় কিছু সতকর্তা অবলম্বন করতে বলেছে—
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
ঢাকার আবহাওয়া মেঘলা থাকলেও বাতাসে দূষণের মাত্রা কমার লক্ষণ নেই। বরং গতকাল রোববারের তুলনায় আজ কিছুটা দূষণ বেড়েছে। আজ সোমবার সকাল ৯টায় বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দেখা যায়, ঢাকার বায়ুমান ১৩২, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। গতকাল ঢাকার
৮ ঘণ্টা আগেরাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় আজ রোববার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দেশের চারটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। তবে আগামীকাল সোমবার দেশজুড়ে তাপপ্রবাহ প্রশমিত..
১ দিন আগেসংরক্ষিত হারমিট প্রজাতির কাঁকড়া পাচারের অভিযোগে তিন চীনা নাগরিককে আটক করেছে জাপানের পুলিশ। গত বুধবার, ওকিনাওয়া দ্বীপপুঞ্জের কাছে পর্যটন দ্বীপ আমামি থেকে প্রায় ১৬০ কেজি কাঁকড়া পাচারের চেষ্টা করছিলেন তাঁরা। একাধিক সুটকেসে করে কাঁকড়াগুলো দ্বীপের বাইরে নেওয়ার পাঁয়তারা করছিলেন ওই তিন ব্যক্তি।
১ দিন আগেঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজ রোববার, এ অঞ্চলের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং প্রায় অপরিবর্তিত থাকবে।
১ দিন আগে