পরিবেশ ও ভূমির অধিকার রক্ষায় কাজ করা ২২৭ জন পরিবেশবাদী গত বছর খুন হয়েছেন। এক বছরে পরিবেশকর্মী হত্যার এটি নতুন রেকর্ড। আগের বছরও রেকর্ডসংখ্যক কর্মী হত্যার শিকার হন। পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্লোবাল উইটনেসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্লোবাল উইটনেস বলছে, ২০২০ সালে ২২৭ জন পরিবেশবাদীকে হত্যা করা হয়েছে। পরপর দুই বছর রেকর্ড সংখ্যক পরিবেশবাদীকে হত্যার ঘটনা ঘটল। যাদের হত্যা করা হয়েছে তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশ পরিবেশবাদীর হত্যার সঙ্গেই সম্পদ দখলের ঘটনা জড়িত। এছাড়া খনন, বড় আকারের কৃষি ব্যবসা, জলবিদ্যুৎ বাঁধ এবং অন্যান্য অবকাঠামোর বিষয়টিও রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার শিকার পরিবেশবাদীদের ‘পরিবেশ রক্ষক’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করার জন্য তাঁরা হত্যার শিকার হয়েছেন। নদী, উপকূলীয় এলাকা, সাগর রক্ষার আন্দোলনের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন।
সবচেয়ে বেশি পরিবেশবাদী খুন হয়েছেন কলম্বিয়ায়। গত বছর দেশটিতে ৬৫ জন পরিবেশবাদীকে হত্যা করা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সালে প্যারিসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর সারা বিশ্বে প্রতি সপ্তাহে গড়ে চারজন পরিবেশকর্মী খুন হয়েছেন। তাঁদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যও ছিল।
সংগঠনটির পক্ষ থেকে একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশে মানুষের বসবাস নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গ্লোবাল উইটনেসের একজন জ্যেষ্ঠ ক্যাম্পেইনার ক্রিস ম্যাডেন বলেন, পরিবেশবাদীদের রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে। অস্থিতিশীল বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় অপরিহার্য বন, নদী ও জীববৈচিত্র্য। এগুলো রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পরিবেশবাদীরা। এটি বন্ধ করতে হবে।
হন্ডুরাসের গুয়াপিনোলের অধিবাসীরা এখনো হুমকির মুখে রয়েছেন। সংরক্ষিত এলাকায় সরকারের একটি আয়রন অক্সাইড খনি খননের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেখানকার কয়েক ডজন মানুষ। পরিবেশবাদীরা বলছেন, পানির গুরুত্বপূর্ণ উৎস গুয়াপিনল নদী হুমকির মুখে রয়েছে। গ্লোবাল উইটনেস বলছে, অনেকে কারাবন্দী রয়েছেন।
পরিবেশ ও ভূমির অধিকার রক্ষায় কাজ করা ২২৭ জন পরিবেশবাদী গত বছর খুন হয়েছেন। এক বছরে পরিবেশকর্মী হত্যার এটি নতুন রেকর্ড। আগের বছরও রেকর্ডসংখ্যক কর্মী হত্যার শিকার হন। পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্লোবাল উইটনেসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গ্লোবাল উইটনেস বলছে, ২০২০ সালে ২২৭ জন পরিবেশবাদীকে হত্যা করা হয়েছে। পরপর দুই বছর রেকর্ড সংখ্যক পরিবেশবাদীকে হত্যার ঘটনা ঘটল। যাদের হত্যা করা হয়েছে তাঁদের মধ্যে এক-তৃতীয়াংশ পরিবেশবাদীর হত্যার সঙ্গেই সম্পদ দখলের ঘটনা জড়িত। এছাড়া খনন, বড় আকারের কৃষি ব্যবসা, জলবিদ্যুৎ বাঁধ এবং অন্যান্য অবকাঠামোর বিষয়টিও রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার শিকার পরিবেশবাদীদের ‘পরিবেশ রক্ষক’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করার জন্য তাঁরা হত্যার শিকার হয়েছেন। নদী, উপকূলীয় এলাকা, সাগর রক্ষার আন্দোলনের সঙ্গে তাঁরা জড়িত ছিলেন।
সবচেয়ে বেশি পরিবেশবাদী খুন হয়েছেন কলম্বিয়ায়। গত বছর দেশটিতে ৬৫ জন পরিবেশবাদীকে হত্যা করা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ২০১৫ সালে প্যারিসে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর সারা বিশ্বে প্রতি সপ্তাহে গড়ে চারজন পরিবেশকর্মী খুন হয়েছেন। তাঁদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যও ছিল।
সংগঠনটির পক্ষ থেকে একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশে মানুষের বসবাস নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
গ্লোবাল উইটনেসের একজন জ্যেষ্ঠ ক্যাম্পেইনার ক্রিস ম্যাডেন বলেন, পরিবেশবাদীদের রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে। অস্থিতিশীল বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় অপরিহার্য বন, নদী ও জীববৈচিত্র্য। এগুলো রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পরিবেশবাদীরা। এটি বন্ধ করতে হবে।
হন্ডুরাসের গুয়াপিনোলের অধিবাসীরা এখনো হুমকির মুখে রয়েছেন। সংরক্ষিত এলাকায় সরকারের একটি আয়রন অক্সাইড খনি খননের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেখানকার কয়েক ডজন মানুষ। পরিবেশবাদীরা বলছেন, পানির গুরুত্বপূর্ণ উৎস গুয়াপিনল নদী হুমকির মুখে রয়েছে। গ্লোবাল উইটনেস বলছে, অনেকে কারাবন্দী রয়েছেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে গরম, বজ্রঝড় ও অস্বাভাবিক আবহাওয়ার প্রবণতা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে পরাগ মৌসুম। ফলে নতুন করে দেখা দিচ্ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ নামের একধরনের বিপজ্জনক শ্বাসকষ্টজনিত সমস্যা। একই সঙ্গে মৌসুমি অ্যালার্জিও হচ্ছে আরও তীব্র ও দীর্ঘমেয়াদি।
১ ঘণ্টা আগেবায়ুদূষণের মাত্রা বার্ষিক জাতীয় মানমাত্রার তিনগুণের বেশি ছাড়িয়ে যাওয়ায় সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা জারি করা হয়।
৩ ঘণ্টা আগেআবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণ কমেছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক বলছে ঢাকার বাতাস আজ বিশুদ্ধ। গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ কিছুটা কম।
৪ ঘণ্টা আগে