Ajker Patrika

কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকে বাড়ছে মৌমাছির মৃত্যু: গবেষণা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৩: ৩৮
কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকে বাড়ছে মৌমাছির মৃত্যু: গবেষণা

কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে তৈরি কীটনাশকে মৌমাছির মৃত্যু বাড়ছে। ৯০টি গবেষণা নিয়ে করা একটি বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। প্রত্যেকটি গবেষণাই পরিবেশের ওপর কীটনাশকের প্রভাব দেখা হয়েছে। 

 গবেষকেরা সেই ডেটা ব্যবহার করে দেখেছে, কীভাবে বিভিন্ন  কেমিক্যালের মিশ্রণ পরাগায়নকারী পোকামাকড়কে প্রভাবিত করে। 

 গবেষকেরা বলছেন, যে সব বাণিজ্যিক ফর্মুলাতে বিভিন্ন কেমিক্যালের  ব্যবহার হয় তাঁদের এখন লাইসেন্সের প্রয়োজন। 

 ২০১৬ সালে একটি গবেষণায় দেখা গেছে, যে সব মৌচাকে বেশি কীটনাশক পাওয়া গেছে সেখানে মৌমাছির মৃত্যুর হার বেশি। 

এই গবেষণার দিয়েছেন ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রফেসর ড. হ্যারি সিভিটার বলেন, যদি আপনার মৌচাকে এক ধরনের কীটনাশক থাকে তাহলে সেটি ১০ শতাংশ মৌমাছির মৃত্যুর কারণ হতে পারে। আরেকটি কীটনাশক থাকলে সেটি আরও ১০ শতাংশ মৌমাছির মৃত্যুর কারণ হতে পারে। অর্থাৎ দুটি কীটনাশক থাকলে ২০ শতাংশ মৌমাছির মৃত্যু হতে পারে। কিন্তু আরও কীটনাশক ব্যবহার হলে এই মৃত্যুর হার ৩০ থেকে শতাংশ হতে আরে। 

সিভিটারের মতে, এই সব কীটনাশকের লাইসেন্স দেওয়ার জন্য এই সব কেমিক্যালের  মিথস্ক্রিয়া বিবেচনা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

শিবিরের বট আইডির অ্যাটাক আমিও কম খাই নাই: শিবির প্যানেলের প্রার্থী জুমা

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত