রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলা ভাঙা বিল এলাকায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে উদ্ধার করে বনে ফেরত পাঠানো হয়েছে। বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় আজ শনিবার বেলা ১২টায় হাতিটিকে বনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির।
এর আগে সকাল ৮টায় হাতিটি কাদায় আটকা পড়ে। হাতিটির আর্তচিৎকারে উৎসুক জনতা ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, হাতিটি রাতের আঁধারে বন থেকে এসে কাদায় আটকা পড়ে। খাদ্যের সন্ধানে বনাঞ্চলের পাশে এসেছিল হাতিটি। পরে কাদায় আটকে গিয়ে ওঠার চেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েও শরীর তুলতে পারছিল না। থেকে থেকেই চিৎকার করে উঠছিল। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়। বন বিভাগের অফিসেও খবর দেওয়া হয়।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, ‘সকাল ৮টার দিকে খবর পাওয়ার সাথে সাথে ইউএনও মহোদয়কে অবহিত করে আমরা লোকজন ও চিকিৎসক পাঠিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকেও অবহিত করে সকলের সহযোগিতায় বেলা ১২টার সময় নিরাপদে হাতিটিকে উদ্ধার করে বনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি।’
শিলক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘হাতিটি বিলে কাদা মাটিতে আটকা পড়ে। পরে স্থানীয়রা ভিড় জমালে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় বেলা ১২টায় হাতিটি বনে পাঠানো হয়েছে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলা ভাঙা বিল এলাকায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে উদ্ধার করে বনে ফেরত পাঠানো হয়েছে। বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় আজ শনিবার বেলা ১২টায় হাতিটিকে বনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির।
এর আগে সকাল ৮টায় হাতিটি কাদায় আটকা পড়ে। হাতিটির আর্তচিৎকারে উৎসুক জনতা ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা বলছে, হাতিটি রাতের আঁধারে বন থেকে এসে কাদায় আটকা পড়ে। খাদ্যের সন্ধানে বনাঞ্চলের পাশে এসেছিল হাতিটি। পরে কাদায় আটকে গিয়ে ওঠার চেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েও শরীর তুলতে পারছিল না। থেকে থেকেই চিৎকার করে উঠছিল। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়। বন বিভাগের অফিসেও খবর দেওয়া হয়।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, ‘সকাল ৮টার দিকে খবর পাওয়ার সাথে সাথে ইউএনও মহোদয়কে অবহিত করে আমরা লোকজন ও চিকিৎসক পাঠিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকেও অবহিত করে সকলের সহযোগিতায় বেলা ১২টার সময় নিরাপদে হাতিটিকে উদ্ধার করে বনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি।’
শিলক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘হাতিটি বিলে কাদা মাটিতে আটকা পড়ে। পরে স্থানীয়রা ভিড় জমালে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় বেলা ১২টায় হাতিটি বনে পাঠানো হয়েছে।’
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং কয়েক দিন পর তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেআজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ এই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ মিলিমিটার।
১১ ঘণ্টা আগেঢাকার বাতাসে আজ দূষণ কিছুটা কমেছে। গতকালের তুলনায় রাজধানী শহরের বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ আজ কিছুটা কম। আজ শুক্রবার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়।
১১ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার বজ্রপাত নিয়ে কিছু সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১ মে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার...
১ দিন আগে