Ajker Patrika

বায়ুতে ২০২২ সালে ধুলা আরও বেড়েছে

এএফপি, জেনেভা
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১: ৩৪
বায়ুতে ২০২২ সালে ধুলা আরও বেড়েছে

ধূলিকণার পরিমাণ গত বছর বেড়ে বিশ্বের বায়ুর মান আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন কীভাবে ধূলিঝড় বৃদ্ধি করছে, এ বিষয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএমও জানায়, পশ্চিম-মধ্য আফ্রিকা, আরব উপদ্বীপ, ইরানের মালভূমি এবং উত্তর-পশ্চিম চীন থেকে ধুলাবালুর নির্গমন বৃদ্ধির কারণে ধূলিঝড় সামান্য বেড়েছে। তবে এর পেছনে মানুষের কার্যকলাপকে সবচেয়ে বেশি দায়ী করেছেন ডব্লিউএমওর প্রধান পেটেরি তালাস। তিনি বলেন, ‘মানবসৃষ্ট বিভিন্ন কারণ যেমন—উচ্চ তাপমাত্রা, খরা এবং উচ্চতর বাষ্পীভবনের ফলে মাটির আর্দ্রতা কমে যায়। দুর্বল ভূমি ব্যবস্থাপনার কারণে এই অবস্থা আরও বালু এবং ধূলিঝড় তৈরিতে সহায়তা করে।’ 

ডব্লিউএমওর বার্ষিক ওই প্রতিবেদনে ধূলিঝড়ের ঘটনা ও বিপদ এবং সমাজে এগুলোর প্রভাবের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পৃথিবীপৃষ্ঠে ধুলাবালু জমা হওয়ার বার্ষিক গড় ২০২১ সালের তুলনায় সামান্য বেড়েছে। গত বছর প্রতি ঘনমিটারে এটির পরিমাণ ছিল ১৩ দশমিক ৮ মাইক্রোগ্রাম। ২০২১ সালেই এটির পরিমাণ ছিল ১৩ দশমিক ৫ মাইক্রোগ্রাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত