নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বজ্রসহ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হওয়ার আশংকা করছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
আজ মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের কিছু কিছু জেলাতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশংকা আছে। কোন কোন এলাকাতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দেশের কোথাও দাবদাহ থাকবে না।’
যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশী আশংকা রয়েছে চট্টগাম অঞ্চলে। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোনও জেলাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাত আগামী শুক্রবারের আগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও জানান, গত মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৪০ মিলি মিটার।
ঢাকা: আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বজ্রসহ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হওয়ার আশংকা করছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
আজ মঙ্গলবার (৪ মে) বিকাল ৫টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের কিছু কিছু জেলাতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশংকা আছে। কোন কোন এলাকাতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দেশের কোথাও দাবদাহ থাকবে না।’
যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশী আশংকা রয়েছে চট্টগাম অঞ্চলে। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোনও জেলাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাত আগামী শুক্রবারের আগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও জানান, গত মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৪০ মিলি মিটার।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
৪ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে