ঢাকার বাতাসের অবস্থা আজ খুবই খারাপ। গত কয়েক মাসে দূষণের শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর ও দিল্লিকে ছাড়িয়ে সেই অবস্থানে ঢাকা। ঢাকায় আজ বায়ুদূষণের মাত্রা ২৫৯। অন্যদিকে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইজিপটের কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।
গতকালও বায়ুদূষণের শীর্ষে থাকা দিল্লি নেমে সপ্তম অবস্থানে, সেখানে আজ দূষণের মাত্রা ১৬৭। শীর্ষ পাঁচে রয়েছে উগান্ডা ও পাকিস্তান।
আজ বুধবার সকাল ৬টায় বাতাসের এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা
—০—৫০: ভালো
—৫১—১০০: সন্তোষজনক
—১০১—২০০: মাঝারি
—২০১—৩০০: খারাপ
—৩০১—৪০০: খুব খারাপ
—৪০১—৪৫০: ভয়ানক
—৪৫০ +: অতি ভয়ানক
সূচকের হিসাব অনুযায়ী দ্বিতীয় অবস্থানে থাকা কায়রোর দূষণমাত্রা ২৪১। এই শহরও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদে দূষণের মাত্রা ১৮৯। এই শহরের বায়ুদূষণ আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রা ১৮৭ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। আর পঞ্চমে নেমে এসেছে পাকিস্তানের করাচি ১৮৪, এই শহরের বাতাস আজ মাঝারি পর্যায়ে।
বায়ুদূষণজনিত স্বাস্থ্যসমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা ও গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বনদূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।
ঢাকার বাতাসের অবস্থা আজ খুবই খারাপ। গত কয়েক মাসে দূষণের শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর ও দিল্লিকে ছাড়িয়ে সেই অবস্থানে ঢাকা। ঢাকায় আজ বায়ুদূষণের মাত্রা ২৫৯। অন্যদিকে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইজিপটের কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।
গতকালও বায়ুদূষণের শীর্ষে থাকা দিল্লি নেমে সপ্তম অবস্থানে, সেখানে আজ দূষণের মাত্রা ১৬৭। শীর্ষ পাঁচে রয়েছে উগান্ডা ও পাকিস্তান।
আজ বুধবার সকাল ৬টায় বাতাসের এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।
যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা
—০—৫০: ভালো
—৫১—১০০: সন্তোষজনক
—১০১—২০০: মাঝারি
—২০১—৩০০: খারাপ
—৩০১—৪০০: খুব খারাপ
—৪০১—৪৫০: ভয়ানক
—৪৫০ +: অতি ভয়ানক
সূচকের হিসাব অনুযায়ী দ্বিতীয় অবস্থানে থাকা কায়রোর দূষণমাত্রা ২৪১। এই শহরও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদে দূষণের মাত্রা ১৮৯। এই শহরের বায়ুদূষণ আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রা ১৮৭ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। আর পঞ্চমে নেমে এসেছে পাকিস্তানের করাচি ১৮৪, এই শহরের বাতাস আজ মাঝারি পর্যায়ে।
বায়ুদূষণজনিত স্বাস্থ্যসমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা ও গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বনদূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
২ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী আজ রোববারও ঢাকার বায়ুমান ৫০, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের অনেক শহরের চেয়েও আজ ঢাকার বাতাস বিশুদ্ধ। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭৬। গতকাল শনিবার ৫০ বায়ুমান নিয়ে ৮৪ তম স্থানে ছিল ঢাকা।
১ দিন আগে