Ajker Patrika

স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা—একই বিজ্ঞাপনে তিন চরিত্রে মিম

স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা—একই বিজ্ঞাপনে তিন চরিত্রে মিম

ইউটিউবে-ফেসবুকে এ ধরনের ভিডিও এখন বেশ জনপ্রিয়। একই জন ভিন্ন কয়েকটি চরিত্রের গেটআপে হাজির হয়ে অভিনয় করেন। গতকাল বিদ্যা সিনহা মিমও এমন একটি কাজ করলেন। নতুন বিজ্ঞাপনে একইসঙ্গে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকা—তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রনি ভৌমিকের নির্দেশনায় সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। মিম বলেন, ‘এর আগে নাটক ও বিজ্ঞাপনে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। তবে একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা এই প্রথম। এবারই প্রথম পুরুষ চরিত্রে দেখা যাবে আমাকে। দারুণ একটা অভিজ্ঞতা হলো বিজ্ঞাপনটির শুটিং করতে গিয়ে।’

গৃহপরিচারিকা চরিত্রে মিম, সঙ্গে নির্মাতা রনি ভৌমিক ও বিজ্ঞাপনটির প্রযোজক নোভা ফিরোজবিজ্ঞাপনটির শুটিং হওয়ার কথা ছিল ১৭ জানুয়ারি। কিন্তু মিমের করোনা পরীক্ষার ফল হাতে না পাওয়ায় সেদিন শুটিং করা সম্ভব হয়নি। অবশেষে গতকাল নেগেটিভ ফল হাতে পাওয়ার পর শুটিংয়ে অংশ নেন মিম। শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত