Ajker Patrika

হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে সুজানার ওমরাহ পালন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ওমরাহ পালনে সৈয়দ হক ও সুজানা। ছবি: সংগৃহীত
ওমরাহ পালনে সৈয়দ হক ও সুজানা। ছবি: সংগৃহীত

নতুন জীবন শুরু করলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। গত ২২ আগস্ট দুবাইপ্রবাসী সৈয়দ হকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সৈয়দ হক পেশায় ব্যবসায়ী। সুজানা জানিয়েছেন, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাঁদের পরিচয় সাত বছরের। বিয়ের পর হানিমুনে যাননি, বরং স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন বলে জানালেন সুজানা।

২০১৫ সালে হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর মিডিয়া ছেড়ে ধর্মের প্রতি মনোযোগ দেন তিনি। ৭ বছর আগে দেশ ছেড়ে চলে যান দু্বাইয়ে। কয়েক বছর হলো দুবাইয়ের নাগরিকত্ব পেয়েছেন সুজানা। সেখানে এখন তাঁর স্থায়ী বসবাস। এবার সেখানেই শুরু করলেন জীবনের নতুন অধ্যায়।

গত ২২ আগষ্ট দুবাই কোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন সুজানা-সৈয়দ। সুজানা বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।’

আনুষ্ঠানিকতা না করে কোর্টে বিয়ে করা প্রসঙ্গে সুজানা বলেন, ‘ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সব হয়েছে।’

জীবনসঙ্গী সৈয়দ হকের সঙ্গে সুজানা। ছবি: ইনস্টাগ্রাম
জীবনসঙ্গী সৈয়দ হকের সঙ্গে সুজানা। ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের পর হানিমুনেও যাননি সুজানা-সৈয়দ। হানিমুনের পরিবর্তে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করেছেন সুজানা। তিনি বলেন, ‘আমার ইচ্ছাতেই হানিমুনের পরিবর্তে ওমরাহ পালন করেছি। বিয়ের দুদিন পরেই আমরা ওমরাহ পালন করি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, জীবনের বাকিটা পথ সেভাবেই পার করতে চাই।’

প্রসঙ্গত, এটি সুজানার তৃতীয় বিয়ে। ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত