চার মাসের বেশি সময় ধরে ‘বিগ বস’-এর ঘরে থাকার পর আসরের সেরার খেতাব জিতেছেন তরুণ র্যাপার এম সি স্ট্যান। গতকাল রোববার অনুষ্ঠিত হয় রিয়েলিটি শোটির গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে স্ট্যানের নাম ঘোষণা করেন বিগ বস সঞ্চালক সালমান খান।
২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিল এবারের আসর। সালমান খানের পাশাপাশি অতিথি সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান করণ জোহর ও ফারাহ খান। এ ছাড়া ‘বিগ বস’-এর বুলেটিন হোস্ট হিসেবে দেখা যায় শেখর সুমনকে।
বিগ বসের এবারের আসরে অংশ নেন ১৭ জন প্রতিযোগী। যাঁদের মধ্যে ফাইনাল পর্যন্ত পৌঁছান এম সি স্ট্যান, শিব ঠাকরে ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। শিব ও স্ট্যানের মধ্যে শেষ লড়াই চলে। প্রথম রানারআপ হন শিব। দ্বিতীয় রানারআপ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। অন্য দুই ফাইনালিস্ট ছিলেন শালিন ভানোট ও অর্চনা গৌতম।
র্যাপার এম সি স্ট্যান পুনের বাসিন্দা। তিনি ১২ বছর বয়স থেকেই সংগীতজীবনের যাত্রা শুরু করেন। স্ট্যান আন্ডারগ্রাউন্ড র্যাপ জগতে ‘বিফ কিং’ হিসেবে পরিচিত। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬০ লাখের বেশি। প্রথমে বিগ বসের ঘরে থাকতে চাননি এমসি, কিন্তু সালমান খান তাঁকে সাহস জোগান। তারপর থেকেই নিজের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরে পান জনপ্রিয়তা। অর্জন করে নিলেন জয়ীর ট্রফিও।
উল্লেখ্য, এবারের বিগ বসের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী ছিলেন সাজিদ খান। বলিউডের ‘মি টু’ আন্দোলনের সময় র্যাচেল হোয়াইট, কারিশমা উপাধ্যায়, সিমরান সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিগ বসের মতো রিয়েলিটি শোতে জায়গা পান, সেই প্রশ্নে তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যম।
চার মাসের বেশি সময় ধরে ‘বিগ বস’-এর ঘরে থাকার পর আসরের সেরার খেতাব জিতেছেন তরুণ র্যাপার এম সি স্ট্যান। গতকাল রোববার অনুষ্ঠিত হয় রিয়েলিটি শোটির গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে স্ট্যানের নাম ঘোষণা করেন বিগ বস সঞ্চালক সালমান খান।
২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিল এবারের আসর। সালমান খানের পাশাপাশি অতিথি সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান করণ জোহর ও ফারাহ খান। এ ছাড়া ‘বিগ বস’-এর বুলেটিন হোস্ট হিসেবে দেখা যায় শেখর সুমনকে।
বিগ বসের এবারের আসরে অংশ নেন ১৭ জন প্রতিযোগী। যাঁদের মধ্যে ফাইনাল পর্যন্ত পৌঁছান এম সি স্ট্যান, শিব ঠাকরে ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। শিব ও স্ট্যানের মধ্যে শেষ লড়াই চলে। প্রথম রানারআপ হন শিব। দ্বিতীয় রানারআপ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। অন্য দুই ফাইনালিস্ট ছিলেন শালিন ভানোট ও অর্চনা গৌতম।
র্যাপার এম সি স্ট্যান পুনের বাসিন্দা। তিনি ১২ বছর বয়স থেকেই সংগীতজীবনের যাত্রা শুরু করেন। স্ট্যান আন্ডারগ্রাউন্ড র্যাপ জগতে ‘বিফ কিং’ হিসেবে পরিচিত। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬০ লাখের বেশি। প্রথমে বিগ বসের ঘরে থাকতে চাননি এমসি, কিন্তু সালমান খান তাঁকে সাহস জোগান। তারপর থেকেই নিজের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরে পান জনপ্রিয়তা। অর্জন করে নিলেন জয়ীর ট্রফিও।
উল্লেখ্য, এবারের বিগ বসের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী ছিলেন সাজিদ খান। বলিউডের ‘মি টু’ আন্দোলনের সময় র্যাচেল হোয়াইট, কারিশমা উপাধ্যায়, সিমরান সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিগ বসের মতো রিয়েলিটি শোতে জায়গা পান, সেই প্রশ্নে তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যম।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে