চার মাসের বেশি সময় ধরে ‘বিগ বস’-এর ঘরে থাকার পর আসরের সেরার খেতাব জিতেছেন তরুণ র্যাপার এম সি স্ট্যান। গতকাল রোববার অনুষ্ঠিত হয় রিয়েলিটি শোটির গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে স্ট্যানের নাম ঘোষণা করেন বিগ বস সঞ্চালক সালমান খান।
২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিল এবারের আসর। সালমান খানের পাশাপাশি অতিথি সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান করণ জোহর ও ফারাহ খান। এ ছাড়া ‘বিগ বস’-এর বুলেটিন হোস্ট হিসেবে দেখা যায় শেখর সুমনকে।
বিগ বসের এবারের আসরে অংশ নেন ১৭ জন প্রতিযোগী। যাঁদের মধ্যে ফাইনাল পর্যন্ত পৌঁছান এম সি স্ট্যান, শিব ঠাকরে ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। শিব ও স্ট্যানের মধ্যে শেষ লড়াই চলে। প্রথম রানারআপ হন শিব। দ্বিতীয় রানারআপ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। অন্য দুই ফাইনালিস্ট ছিলেন শালিন ভানোট ও অর্চনা গৌতম।
র্যাপার এম সি স্ট্যান পুনের বাসিন্দা। তিনি ১২ বছর বয়স থেকেই সংগীতজীবনের যাত্রা শুরু করেন। স্ট্যান আন্ডারগ্রাউন্ড র্যাপ জগতে ‘বিফ কিং’ হিসেবে পরিচিত। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬০ লাখের বেশি। প্রথমে বিগ বসের ঘরে থাকতে চাননি এমসি, কিন্তু সালমান খান তাঁকে সাহস জোগান। তারপর থেকেই নিজের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরে পান জনপ্রিয়তা। অর্জন করে নিলেন জয়ীর ট্রফিও।
উল্লেখ্য, এবারের বিগ বসের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী ছিলেন সাজিদ খান। বলিউডের ‘মি টু’ আন্দোলনের সময় র্যাচেল হোয়াইট, কারিশমা উপাধ্যায়, সিমরান সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিগ বসের মতো রিয়েলিটি শোতে জায়গা পান, সেই প্রশ্নে তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যম।
চার মাসের বেশি সময় ধরে ‘বিগ বস’-এর ঘরে থাকার পর আসরের সেরার খেতাব জিতেছেন তরুণ র্যাপার এম সি স্ট্যান। গতকাল রোববার অনুষ্ঠিত হয় রিয়েলিটি শোটির গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে স্ট্যানের নাম ঘোষণা করেন বিগ বস সঞ্চালক সালমান খান।
২০২২ সালের অক্টোবরে শুরু হয়েছিল এবারের আসর। সালমান খানের পাশাপাশি অতিথি সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান করণ জোহর ও ফারাহ খান। এ ছাড়া ‘বিগ বস’-এর বুলেটিন হোস্ট হিসেবে দেখা যায় শেখর সুমনকে।
বিগ বসের এবারের আসরে অংশ নেন ১৭ জন প্রতিযোগী। যাঁদের মধ্যে ফাইনাল পর্যন্ত পৌঁছান এম সি স্ট্যান, শিব ঠাকরে ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। শিব ও স্ট্যানের মধ্যে শেষ লড়াই চলে। প্রথম রানারআপ হন শিব। দ্বিতীয় রানারআপ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। অন্য দুই ফাইনালিস্ট ছিলেন শালিন ভানোট ও অর্চনা গৌতম।
র্যাপার এম সি স্ট্যান পুনের বাসিন্দা। তিনি ১২ বছর বয়স থেকেই সংগীতজীবনের যাত্রা শুরু করেন। স্ট্যান আন্ডারগ্রাউন্ড র্যাপ জগতে ‘বিফ কিং’ হিসেবে পরিচিত। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৬০ লাখের বেশি। প্রথমে বিগ বসের ঘরে থাকতে চাননি এমসি, কিন্তু সালমান খান তাঁকে সাহস জোগান। তারপর থেকেই নিজের নানা দিক দর্শকদের সামনে তুলে ধরে পান জনপ্রিয়তা। অর্জন করে নিলেন জয়ীর ট্রফিও।
উল্লেখ্য, এবারের বিগ বসের সবচেয়ে বিতর্কিত প্রতিযোগী ছিলেন সাজিদ খান। বলিউডের ‘মি টু’ আন্দোলনের সময় র্যাচেল হোয়াইট, কারিশমা উপাধ্যায়, সিমরান সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিগ বসের মতো রিয়েলিটি শোতে জায়গা পান, সেই প্রশ্নে তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যম।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে