আরটিভির প্রতিদিনের ধারাবাহিক ‘শান্তি মলম ১০ টাকা’র শততম পর্ব প্রচারিত হবে ১১ সেপ্টেম্বর শনিবার রাত ৯টা ২০ মিনিটে। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ডা. এজাজ, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, মনিরা মিঠু, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, জামিল হোসাইন, মুকিত জাকারিয়া,সোহেল খানসহ আরো অনেকে।
অভিরামপুর গ্রামের কিছু অশান্তিতে থাকা মানুষকে ঘিরেই ‘শান্তি মলম ১০ টাকা’। সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকটির গল্পেও ভিন্নতা এসেছে। কুব্বাত মিয়ার শালিস, টিংকুর বউ কোহিনূরের ঝগড়া, তিন চোরের খুনসুটি, দুই বাটপারের মারামারি - সবকিছু মিলিয়ে অশান্তিতে থাকা এক গ্রাম মানুষের গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে এই নাটক।
‘গল্পের ভীন্নতার কারণেই দর্শক নাটকটি দেখছে নিয়মিত। এটা চেনা গল্প,পাশের বাড়ির গল্প। এবং আমাদের গল্প। যেই গল্প দেখে দর্শক তার শৈশবের গ্রাম, মাটি আর হারিয়ে যাওয়া সময়গুলোকে ফিরে পায়।’ নাটক প্রসঙ্গে বললেন পরিচালক হিমু আকরাম।
‘শান্তি মলম ১০ টাকা’য় কুব্বাত চরিত্রে আছেন সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, ‘কুব্বাত মিয়া গ্রামে শালিস করে বেড়ায়। তার সাথে থাকে একটা বাদর। যার নাম মিস্টার দুলাল। এটা সত্যিই অসাধারণ চরিত্র। অসাধারণ বলার কারণ, পুরো নাটকের গল্পে আমাদের প্রতিদিনের অনিয়মই তুলে ধরা হয়েছে। তাও আবার হাসি ঠাট্টার ছলে’।
আরটিভির প্রতিদিনের ধারাবাহিক ‘শান্তি মলম ১০ টাকা’র শততম পর্ব প্রচারিত হবে ১১ সেপ্টেম্বর শনিবার রাত ৯টা ২০ মিনিটে। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ডা. এজাজ, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, মনিরা মিঠু, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, জামিল হোসাইন, মুকিত জাকারিয়া,সোহেল খানসহ আরো অনেকে।
অভিরামপুর গ্রামের কিছু অশান্তিতে থাকা মানুষকে ঘিরেই ‘শান্তি মলম ১০ টাকা’। সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকটির গল্পেও ভিন্নতা এসেছে। কুব্বাত মিয়ার শালিস, টিংকুর বউ কোহিনূরের ঝগড়া, তিন চোরের খুনসুটি, দুই বাটপারের মারামারি - সবকিছু মিলিয়ে অশান্তিতে থাকা এক গ্রাম মানুষের গল্প নিয়েই এগিয়ে যাচ্ছে এই নাটক।
‘গল্পের ভীন্নতার কারণেই দর্শক নাটকটি দেখছে নিয়মিত। এটা চেনা গল্প,পাশের বাড়ির গল্প। এবং আমাদের গল্প। যেই গল্প দেখে দর্শক তার শৈশবের গ্রাম, মাটি আর হারিয়ে যাওয়া সময়গুলোকে ফিরে পায়।’ নাটক প্রসঙ্গে বললেন পরিচালক হিমু আকরাম।
‘শান্তি মলম ১০ টাকা’য় কুব্বাত চরিত্রে আছেন সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, ‘কুব্বাত মিয়া গ্রামে শালিস করে বেড়ায়। তার সাথে থাকে একটা বাদর। যার নাম মিস্টার দুলাল। এটা সত্যিই অসাধারণ চরিত্র। অসাধারণ বলার কারণ, পুরো নাটকের গল্পে আমাদের প্রতিদিনের অনিয়মই তুলে ধরা হয়েছে। তাও আবার হাসি ঠাট্টার ছলে’।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে