বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ ঈদের দিন থেকে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের খবর থাকছে পাঠকের জন্য।
বিটিভি
আনন্দমেলা: প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারের উপস্থাপনায় এই অনুষ্ঠানে ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন শাকিব খান। সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গান। থাকবে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি, মীম চৌধুরী, চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘি।
ঈদ আড্ডা: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়। মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় এই অনুষ্ঠানের অতিথি শাকিব খান। কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব।
এটিএন বাংলা
ঈদ বিনোদন মেলা: ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।
পাঁচফোড়ন: ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। উপস্থাপনায় ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন। তাঁদের আলাপের ফাঁকে ফাঁকে আসবে গান, নাট্যাংশ ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন।
আ ডে উইদ স্টারস: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে। অংশগ্রহণে শবনম বুবলী ও জিয়াউল রোশান।
বৈশাখী টিভি
ফানি মোমেন্ট: নাটকের মজার দৃশ্য নিয়ে অনুষ্ঠান। প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে।
অন্য রকম ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে। উপস্থাপনা ও পরিচালনা এইচ এম বরকতউল্লাহ।
আরটিভি
ঈদ কার্নিভাল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায়। উপস্থাপনায় ইমতু রাতিশ। প্রথম দিনের অতিথি জাকিয়া বারী মম, দ্বিতীয় দিন মাসুমা রহমান নাবিলা, তৃতীয় দিন কুসুম শিকদার, চতুর্থ দিন যাহের আলভী, পঞ্চম দিন জিনিয়া জাফরিন লুইপা, ষষ্ঠ দিন শাম্মী ইসলাম মিলা এবং সপ্তম দিন থাকবেন তানজিব সারোয়ার।
চ্যানেল আই
কৃষকের ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। এবারের পর্বটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।
নাগরিক টেলিভিশন
তারায় তারায়: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়। প্রথম দিনের অতিথি শবনম বুবলী, দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন, পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন থাকবেন রুকাইয়া জাহান চমক।
তারকা আড্ডা: সেলিব্রেটি শো ‘তারকা আড্ডা’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায়। আজ মৌসুমী মৌয়ের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম। পর্যায়ক্রমে থাকবেন কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন আক্তার শিলা।
আজ ঈদের দিন থেকে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের খবর থাকছে পাঠকের জন্য।
বিটিভি
আনন্দমেলা: প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারের উপস্থাপনায় এই অনুষ্ঠানে ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন শাকিব খান। সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গান। থাকবে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি, মীম চৌধুরী, চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘি।
ঈদ আড্ডা: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়। মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় এই অনুষ্ঠানের অতিথি শাকিব খান। কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব।
এটিএন বাংলা
ঈদ বিনোদন মেলা: ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।
পাঁচফোড়ন: ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। উপস্থাপনায় ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন। তাঁদের আলাপের ফাঁকে ফাঁকে আসবে গান, নাট্যাংশ ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন।
আ ডে উইদ স্টারস: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে। অংশগ্রহণে শবনম বুবলী ও জিয়াউল রোশান।
বৈশাখী টিভি
ফানি মোমেন্ট: নাটকের মজার দৃশ্য নিয়ে অনুষ্ঠান। প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে।
অন্য রকম ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে। উপস্থাপনা ও পরিচালনা এইচ এম বরকতউল্লাহ।
আরটিভি
ঈদ কার্নিভাল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায়। উপস্থাপনায় ইমতু রাতিশ। প্রথম দিনের অতিথি জাকিয়া বারী মম, দ্বিতীয় দিন মাসুমা রহমান নাবিলা, তৃতীয় দিন কুসুম শিকদার, চতুর্থ দিন যাহের আলভী, পঞ্চম দিন জিনিয়া জাফরিন লুইপা, ষষ্ঠ দিন শাম্মী ইসলাম মিলা এবং সপ্তম দিন থাকবেন তানজিব সারোয়ার।
চ্যানেল আই
কৃষকের ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। এবারের পর্বটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।
নাগরিক টেলিভিশন
তারায় তারায়: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়। প্রথম দিনের অতিথি শবনম বুবলী, দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন, পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন থাকবেন রুকাইয়া জাহান চমক।
তারকা আড্ডা: সেলিব্রেটি শো ‘তারকা আড্ডা’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায়। আজ মৌসুমী মৌয়ের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম। পর্যায়ক্রমে থাকবেন কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন আক্তার শিলা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে