‘লেট লতিফ’ হিসেবে পরিচিতি আছে কৌতুকাভিনেতা কপিল শর্মার। কাউকে অপেক্ষা করাতে তাঁর নাকি জুড়ি নেই। এবার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকেও বসিয়ে রাখলেন তিনি! তা-ও সাড়ে চার ঘণ্টা! অনুষ্ঠানের সেটে এসে হাসিমুখে সেটা ম্যানেজও করলেন কপিল।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এবার অমিতাভ বচ্চনের অতিথি হয়েছেন কপিল শর্মা। কথা ছিল, দুপুর ১২টায় সেটে আসবেন কপিল। কিন্তু এলেন না। সবাইকে বসিয়ে রেখে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের সেটে আসেন কপিল।
এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন। গান শেষ হতেই রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দেন অমিতাভ। বলেন, ‘আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটায় এসে হাজির হয়েছেন।’
অমিতাভের এই কথা শুনে হাসি চাপতে পারেননি কপিল। হাসতে হাসতে আর হাসাতে হাসাতে ঠিকই ম্যানেজ করে নিয়েছেন ‘বিগ বি’কে।
‘লেট লতিফ’ হিসেবে পরিচিতি আছে কৌতুকাভিনেতা কপিল শর্মার। কাউকে অপেক্ষা করাতে তাঁর নাকি জুড়ি নেই। এবার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকেও বসিয়ে রাখলেন তিনি! তা-ও সাড়ে চার ঘণ্টা! অনুষ্ঠানের সেটে এসে হাসিমুখে সেটা ম্যানেজও করলেন কপিল।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এবার অমিতাভ বচ্চনের অতিথি হয়েছেন কপিল শর্মা। কথা ছিল, দুপুর ১২টায় সেটে আসবেন কপিল। কিন্তু এলেন না। সবাইকে বসিয়ে রেখে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের সেটে আসেন কপিল।
এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন। গান শেষ হতেই রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দেন অমিতাভ। বলেন, ‘আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটায় এসে হাজির হয়েছেন।’
অমিতাভের এই কথা শুনে হাসি চাপতে পারেননি কপিল। হাসতে হাসতে আর হাসাতে হাসাতে ঠিকই ম্যানেজ করে নিয়েছেন ‘বিগ বি’কে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে