বিনোদন ডেস্ক
‘টক্সিক’-এর অপেক্ষায় ইয়াশভক্তরা। ‘কেজিএফ’খ্যাত কন্নড় অভিনেতা ইয়াশের পরবর্তী সিনেমা টক্সিক মুক্তি পাবে ২০২৫ সালে। চলছে শুটিং। তবে শুটিং করতে গিয়ে বিপদে পড়েছেন সিনেমাটির নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করেছে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে।
অক্টোবরের শেষের দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে। কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক্সে পোস্টও করেছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যে এলাকার গাছ কেটে যশের সিনেমার সেট তৈরির অভিযোগ উঠেছে, সে জায়গা পরিদর্শন করেছেন পরিবেশ মন্ত্রী। গত বছর ওই এলাকার স্যাটেলাইট ইমেজে তিনি অনেক গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকাটি প্রায় ফাঁকা।
এরপর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। সে অনুযায়ী, আইনি ব্যবস্থা নিয়েছে কর্ণাটকের বনদপ্তর।
তবে শুধু টক্সিক সিনেমার নির্মাতারা নন, গাছ কেটে ফেঁসে গেছে আরও দুটি প্রতিষ্ঠান। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় এক সংস্থাকে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ಎಚ್.ಎಂ.ಟಿ. ವಶದಲ್ಲಿರುವ ಅರಣ್ಯ ಭೂಮಿಯಲ್ಲಿ ‘ಟಾಕ್ಸಿಕ್’ ಎಂಬ ಚಲನಚಿತ್ರದ ಚಿತ್ರೀಕರಣಕ್ಕಾಗಿ ನೂರಾರು ಮರಗಳನ್ನು ಅಕ್ರಮವಾಗಿ ಕಡಿದು ಹಾನಿಗೊಳಿಸಿರುವ ವಿಚಾರ ಗಂಭೀರ ಚಿಂತೆ ಮೂಡಿಸಿದೆ. ಸ್ಯಾಟೆಲೈಟ್ ಚಿತ್ರಗಳಿಂದ ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯವು ಸ್ಪಷ್ಟವಾಗಿ ಕಾಣುತ್ತಿದ್ದು, ಇಂದು ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಪರಿಶೀಲನೆ ನಡೆಸಿದ್ದೇನೆ. ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯಕ್ಕೆ… pic.twitter.com/yrjHhG9kLA
— Eshwar Khandre (@eshwar_khandre) October 29, 2024
গাছ কাটার অনুমতি দেওয়ায় টক্সিক সিনেমার নির্মাতাদের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। এ ঘটনায় বড়সড় বিপদে পড়ল টক্সিক। ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ হওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।
উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। প্রযোজনা করছে কেভিএন প্রডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে ইয়াশের সঙ্গে কারিনা কাপুর থাকবেন বলে জানা গেছে। ২০২৫ সালের ১০ এপ্রিল টক্সিক মুক্তি পাওয়ার কথা।
‘টক্সিক’-এর অপেক্ষায় ইয়াশভক্তরা। ‘কেজিএফ’খ্যাত কন্নড় অভিনেতা ইয়াশের পরবর্তী সিনেমা টক্সিক মুক্তি পাবে ২০২৫ সালে। চলছে শুটিং। তবে শুটিং করতে গিয়ে বিপদে পড়েছেন সিনেমাটির নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করেছে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে।
অক্টোবরের শেষের দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে। কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক্সে পোস্টও করেছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যে এলাকার গাছ কেটে যশের সিনেমার সেট তৈরির অভিযোগ উঠেছে, সে জায়গা পরিদর্শন করেছেন পরিবেশ মন্ত্রী। গত বছর ওই এলাকার স্যাটেলাইট ইমেজে তিনি অনেক গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকাটি প্রায় ফাঁকা।
এরপর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। সে অনুযায়ী, আইনি ব্যবস্থা নিয়েছে কর্ণাটকের বনদপ্তর।
তবে শুধু টক্সিক সিনেমার নির্মাতারা নন, গাছ কেটে ফেঁসে গেছে আরও দুটি প্রতিষ্ঠান। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় এক সংস্থাকে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ಎಚ್.ಎಂ.ಟಿ. ವಶದಲ್ಲಿರುವ ಅರಣ್ಯ ಭೂಮಿಯಲ್ಲಿ ‘ಟಾಕ್ಸಿಕ್’ ಎಂಬ ಚಲನಚಿತ್ರದ ಚಿತ್ರೀಕರಣಕ್ಕಾಗಿ ನೂರಾರು ಮರಗಳನ್ನು ಅಕ್ರಮವಾಗಿ ಕಡಿದು ಹಾನಿಗೊಳಿಸಿರುವ ವಿಚಾರ ಗಂಭೀರ ಚಿಂತೆ ಮೂಡಿಸಿದೆ. ಸ್ಯಾಟೆಲೈಟ್ ಚಿತ್ರಗಳಿಂದ ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯವು ಸ್ಪಷ್ಟವಾಗಿ ಕಾಣುತ್ತಿದ್ದು, ಇಂದು ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಪರಿಶೀಲನೆ ನಡೆಸಿದ್ದೇನೆ. ಈ ಅಕ್ರಮ ಕೃತ್ಯಕ್ಕೆ… pic.twitter.com/yrjHhG9kLA
— Eshwar Khandre (@eshwar_khandre) October 29, 2024
গাছ কাটার অনুমতি দেওয়ায় টক্সিক সিনেমার নির্মাতাদের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। এ ঘটনায় বড়সড় বিপদে পড়ল টক্সিক। ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ হওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।
উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। প্রযোজনা করছে কেভিএন প্রডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে ইয়াশের সঙ্গে কারিনা কাপুর থাকবেন বলে জানা গেছে। ২০২৫ সালের ১০ এপ্রিল টক্সিক মুক্তি পাওয়ার কথা।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৯ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২০ ঘণ্টা আগে