ঢাকা: দেবশ্রী মানেই ‘রক্তে লেখা’ সিনেমার ‘কলকাতার রসগোল্লা’। দেবশ্রী মানেই টালিউডের ড্যান্সিং কুইন। কলকাতার বাংলা সিনেমার একসময়ের সেরা নায়িকা দেবশ্রী রায়কে ঘিরে এখনো দর্শকদের উন্মাদনা ক্ষয়ে যায়নি। তবে গত দশ বছরে বড়পর্দায় তিনি ছিলেন একেবারেই অনুপস্থিত।
এ সময়ে এই চিরসুন্দরী নায়িকা দাপিয়ে বেড়িয়েছেন রাজনীতির মঞ্চ। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়েছেন দেবশ্রী। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছিলেন, রাজনীতিতে আর মন নেই। অভিনয়ে ফিরতে চান। দেবশ্রী বলেন, ‘দশ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছায় অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’
বহু বছর পর তাই পর্দায় ফিরছেন দেবশ্রী রায়। তবে সিনেমা নয়, সিরিয়াল দিয়েই হচ্ছে তাঁর ফেরা। ব্লুজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত নতুন একটি ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করবেন দেবশ্রী রায়।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেবশ্রী রায় বলেন, ‘প্রস্তাবটা পেয়েছি। চরিত্র ভালো, গল্প ভালো, তাই রাজি হয়েছি। মে মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। এখন কাস্টিং ঠিক হচ্ছে। সম্ভবত মে মাসের শেষ থেকে শুটিং শুরু হবে। আশা করছি আবার মানুষকে আনন্দ দিতে পারব।’
মেগা ধারাবাহিকের গল্প কী? একবাক্যে বলছেন দেবশ্রী, ‘একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প।’
অনেক ক্ষেত্রে দেখা যায়, সিনেমার প্রথম সারির নায়িকারা সিরিয়ালে অভিনয় করতে চান না। এ প্রসঙ্গে দেবশ্রীর জবাব, ‘যখন নায়িকা ছিলাম তখনও দেনা পাওনা সিরিয়াল করেছি, মহাভারত করেছি। টিভি ক্যামেরা হোক বা সিনেমা, অভিনয়টাই আসল।’
ধারাবাহিকের নাম এখনো জানা যায়নি। এতে আরো অভিনয় করবেন মৌমিতা গুপ্ত, মনোজ ওঝার মতো তারকারা।
পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মাসেই দেবশ্রীর সিরিয়ালের প্রোমো প্রকাশ পাবে। মে মাসের শেষে শুরু হবে শুটিং। জুনে ধারাবাহিকের প্রচার শুরুর পরিকল্পনা করছেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। তবে কোন চ্যানেলে দেখা যাবে, এখনো তা জানা যায়নি।
টিভি ধারাবাহিক দেবশ্রী রায়ের কাছে নতুন নয়। নয়ের দশকে দূরদর্শনের একাধিক টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘মহাভারত’ সিরিয়ালে সত্যবতীর চরিত্রে কাজ করেছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘সমর্পণ’ নামের হিন্দি সিরিয়ালেও দেখা গেছে ৫৮ বছর বয়সী এ অভিনেত্রীকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
ঢাকা: দেবশ্রী মানেই ‘রক্তে লেখা’ সিনেমার ‘কলকাতার রসগোল্লা’। দেবশ্রী মানেই টালিউডের ড্যান্সিং কুইন। কলকাতার বাংলা সিনেমার একসময়ের সেরা নায়িকা দেবশ্রী রায়কে ঘিরে এখনো দর্শকদের উন্মাদনা ক্ষয়ে যায়নি। তবে গত দশ বছরে বড়পর্দায় তিনি ছিলেন একেবারেই অনুপস্থিত।
এ সময়ে এই চিরসুন্দরী নায়িকা দাপিয়ে বেড়িয়েছেন রাজনীতির মঞ্চ। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়েছেন দেবশ্রী। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছিলেন, রাজনীতিতে আর মন নেই। অভিনয়ে ফিরতে চান। দেবশ্রী বলেন, ‘দশ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছায় অন্য কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’
বহু বছর পর তাই পর্দায় ফিরছেন দেবশ্রী রায়। তবে সিনেমা নয়, সিরিয়াল দিয়েই হচ্ছে তাঁর ফেরা। ব্লুজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত নতুন একটি ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করবেন দেবশ্রী রায়।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেবশ্রী রায় বলেন, ‘প্রস্তাবটা পেয়েছি। চরিত্র ভালো, গল্প ভালো, তাই রাজি হয়েছি। মে মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। এখন কাস্টিং ঠিক হচ্ছে। সম্ভবত মে মাসের শেষ থেকে শুটিং শুরু হবে। আশা করছি আবার মানুষকে আনন্দ দিতে পারব।’
মেগা ধারাবাহিকের গল্প কী? একবাক্যে বলছেন দেবশ্রী, ‘একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প।’
অনেক ক্ষেত্রে দেখা যায়, সিনেমার প্রথম সারির নায়িকারা সিরিয়ালে অভিনয় করতে চান না। এ প্রসঙ্গে দেবশ্রীর জবাব, ‘যখন নায়িকা ছিলাম তখনও দেনা পাওনা সিরিয়াল করেছি, মহাভারত করেছি। টিভি ক্যামেরা হোক বা সিনেমা, অভিনয়টাই আসল।’
ধারাবাহিকের নাম এখনো জানা যায়নি। এতে আরো অভিনয় করবেন মৌমিতা গুপ্ত, মনোজ ওঝার মতো তারকারা।
পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মাসেই দেবশ্রীর সিরিয়ালের প্রোমো প্রকাশ পাবে। মে মাসের শেষে শুরু হবে শুটিং। জুনে ধারাবাহিকের প্রচার শুরুর পরিকল্পনা করছেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। তবে কোন চ্যানেলে দেখা যাবে, এখনো তা জানা যায়নি।
টিভি ধারাবাহিক দেবশ্রী রায়ের কাছে নতুন নয়। নয়ের দশকে দূরদর্শনের একাধিক টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘মহাভারত’ সিরিয়ালে সত্যবতীর চরিত্রে কাজ করেছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘সমর্পণ’ নামের হিন্দি সিরিয়ালেও দেখা গেছে ৫৮ বছর বয়সী এ অভিনেত্রীকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১২ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১২ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১২ ঘণ্টা আগে