Ajker Patrika

শাইনি যখন লক্ষ্মী বউ

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৬: ১৫
শাইনি যখন লক্ষ্মী বউ

ঢাকা: শাইনি দোশি ‘শ্রীমদ ভগবত মহাপুরান’ ধারাবাহিকে সরস্বতী চন্দ্রের চরিত্রে অভিনয় করে ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন। প্রযোজক-পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাতেই তাঁর হাতেখড়ি। সঞ্জয় লীলা বানসালির এই ধারাবাহিকে অভিনয় করার পরেই ‘সরোজিনী এক ন্যায়ি পেহেলি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাইনি দোশি।

সঞ্জয় লীলা বানসালির ধারাবাহিকে অভিনয় করার পরেই ‘সরোজিনী এক ন্যায়ি পেহেলি’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন শাইনি দোশি।

শাইনি দোশি। ছবি: ইন্সটাগ্রামএরপর শাইনি সামাইরা ঘোষের ভূমিকায় অভিনয় করেছেন ‘বহু হামারি রজনীকান্ত’ ধারাবাহিকে। তাঁর পরবর্তী চরিত্র ছিল ‘জামাই রাজা’তে। পরবর্তী বেশ কিছু ধারাবাহিকেও নজর কেড়েছেন শাইনি। এর মধ্যে উল্লেখযোগ্য ধারাবাহিক ‘লাল ইশ্ক’, ‘দিল হি তো হ্যায়’ । বেশ কিছু রিয়েলিটি শোতেও দেখা গেছে শাইনিকে, যেমন: ‘বক্স ক্রিকেট লিগ’, ‘ফিয়ার ফ্যাক্টর, ‘খতরো কা খিলাড়ি ৮’।

শাইনি দোশি। ছবি: ইন্সটাগ্রামশাইনি আলিফ লায়লাতেও অভিনয় করেছেন। চলতি বছরের শুরুতে অভিনয় শুরু করেন ‘পান্ডিয়া স্টোর’ ধারাবাহিকে। টিআরপিতে বর্তমান সময়ে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক এটি। লক্ষ্মী বউয়ের চরিত্রে তিনি বেশ মানিয়েছেন বলেই মনে করছেন অনেকে। তবে টেলিভিশন ছাড়াও প্রতিদিনই ইনস্টাগ্রামে প্রকাশ করা নতুন ছবি আলোচনায় আনছে এই অভিনেত্রীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত