ঢাকা: যত কাজই থাকুক, সন্ধ্যা হলেই টিভির সামনে বসেন সিরিয়াল–ভক্তরা। ‘সিরিয়ালে দেখা হিরো–হিরোইন’ আর তাঁদের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান নিজের জীবনের সঙ্গেই মিলিয়ে দেখেন দর্শক। তাঁদের পছন্দের একটি ধারাবাহিক ‘খড়কুটো’। জি বাংলায় প্রচার হওয়া এই ধারাবাহিক শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
‘খড়কুটো’র মুখ্য চরিত্র গুনগুন। এই চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। তাঁর দুষ্টুমি আর পাগলামি ভীষণ পছন্দ করেন দর্শক। কিন্তু সেই ‘খড়কুটো’ পরিবারেই এবার এল দুঃসংবাদ।
দুর্ঘটনায় আহত হলেন ধারাবাহিকের ‘চিনি’, মানে প্রিয়াংকা মিত্র। ‘খুড়কুটো’য় গুনগুনের ননদ তিনি। বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে শয্যাশায়ী প্রিয়াংকা। কোনোভাবেই শুটিংয়ে আসতে পারছেন না। ভাঙা পা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন। চলাফেরা করছেন ক্রাচে ভর করে।
সোশ্যাল মিডিয়ায় নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন প্রিয়াংকা। সঙ্গে সঙ্গেই ‘চিনি’ভক্তরা সমবেদনা জানিয়েছেন তাঁকে। সবাই প্রার্থনা করছেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরতে পারেন প্রিয়াংকা। পর্দার ননদের এই দুঃসংবাদে সমব্যথী তৃণা সাহা। লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বেবি’।
প্রিয়াংকার এই দুর্ঘটনায় বিপাকে পড়েছে ‘খড়কুটো’ টিম। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকা খুব ভালো বার্তা দিচ্ছে না ‘খড়কুটো’কে। টিআরপির প্রথম দিকে কিছুতেই জায়গা হচ্ছে না ধারাবাহিকটির। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ‘খড়কুটো’।
দর্শকের অভিযোগ, এই ধারাবাহিকে প্রধান চরিত্র গুনগুন অনেক বেশি ন্যাকামি করছে। অনেকেই কেউ তাঁর ‘ন্যাকামি’ সহ্য করতে চাইছেন না। দাবি উঠছে অভিনেত্রী বদলের। এ নিয়ে ভীষণ চাপে আছেন চ্যানেল-নির্মাতা-প্রযোজক। এরই মধ্যে অন্যতম চরিত্র ‘চিনি’র অনুপস্থিতি নতুন করে বিপদ বাড়াল।
ঢাকা: যত কাজই থাকুক, সন্ধ্যা হলেই টিভির সামনে বসেন সিরিয়াল–ভক্তরা। ‘সিরিয়ালে দেখা হিরো–হিরোইন’ আর তাঁদের সুখ-দুঃখ, হাসি-কান্না, মান-অভিমান নিজের জীবনের সঙ্গেই মিলিয়ে দেখেন দর্শক। তাঁদের পছন্দের একটি ধারাবাহিক ‘খড়কুটো’। জি বাংলায় প্রচার হওয়া এই ধারাবাহিক শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
‘খড়কুটো’র মুখ্য চরিত্র গুনগুন। এই চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। তাঁর দুষ্টুমি আর পাগলামি ভীষণ পছন্দ করেন দর্শক। কিন্তু সেই ‘খড়কুটো’ পরিবারেই এবার এল দুঃসংবাদ।
দুর্ঘটনায় আহত হলেন ধারাবাহিকের ‘চিনি’, মানে প্রিয়াংকা মিত্র। ‘খুড়কুটো’য় গুনগুনের ননদ তিনি। বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে শয্যাশায়ী প্রিয়াংকা। কোনোভাবেই শুটিংয়ে আসতে পারছেন না। ভাঙা পা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন। চলাফেরা করছেন ক্রাচে ভর করে।
সোশ্যাল মিডিয়ায় নিজের ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন প্রিয়াংকা। সঙ্গে সঙ্গেই ‘চিনি’ভক্তরা সমবেদনা জানিয়েছেন তাঁকে। সবাই প্রার্থনা করছেন, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরতে পারেন প্রিয়াংকা। পর্দার ননদের এই দুঃসংবাদে সমব্যথী তৃণা সাহা। লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বেবি’।
প্রিয়াংকার এই দুর্ঘটনায় বিপাকে পড়েছে ‘খড়কুটো’ টিম। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকা খুব ভালো বার্তা দিচ্ছে না ‘খড়কুটো’কে। টিআরপির প্রথম দিকে কিছুতেই জায়গা হচ্ছে না ধারাবাহিকটির। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ‘খড়কুটো’।
দর্শকের অভিযোগ, এই ধারাবাহিকে প্রধান চরিত্র গুনগুন অনেক বেশি ন্যাকামি করছে। অনেকেই কেউ তাঁর ‘ন্যাকামি’ সহ্য করতে চাইছেন না। দাবি উঠছে অভিনেত্রী বদলের। এ নিয়ে ভীষণ চাপে আছেন চ্যানেল-নির্মাতা-প্রযোজক। এরই মধ্যে অন্যতম চরিত্র ‘চিনি’র অনুপস্থিতি নতুন করে বিপদ বাড়াল।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১২ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১২ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১২ ঘণ্টা আগে