জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। মহানায়ক উত্তমকুমারের গানের কথায় রাখা হয়েছে এই সিরিয়ালের নাম। এই স্লটে অনেক দিন ধরে চলছিল ‘আলো ছায়া’। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন এই ধারাবাহিক। ধারাবাহিকটিতে ট্যাক্সি ড্রাইভার ঊর্মির চরিত্রে দেখা যাবে অন্বেষা হাজরাকে। এর আগে তাঁকে দেখা গিয়েছে ‘কাজললতা’ এবং ‘চুনি পান্না’, ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে।
সব কটিতেই ছিল প্রতিবাদী চরিত্র। এবারও তেমনই এক চরিত্র। মেয়েরা আকাশে প্লেন ওড়াতে পারলে ট্যাক্সি চালাতে পারবে না কেন? এই যুক্তিতে অটল সেই মেয়ে। ধনী পরিবারের মেয়ে। কিন্তু নিজের ক্যারিয়ার এবং জীবনটাকে একটু অন্যভাবে দেখতে চায় সে। তাই সে ট্যাক্সি ড্রাইভার। অন্বেষার বিপরীতে দেখা যাবে ঋত্বিক মুখার্জিকে। অলকানন্দা রায়, ময়না ব্যানার্জিসহ আরও অনেকে অভিনয় করছেন ধারাবাহিকটিতে। এই ধারাবাহিকের পরিচালনায় স্বর্ণেন্দু সমাদ্দার।
ঊর্মি একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে। ছোটবেলা থেকে সে প্রাচুর্য দেখেই বড় হয়েছে। পরিবারের সকলের মন রাখতে খেলাধুলা, গান, নাচ বা ফটোগ্রাফি– সবকিছুই শেখে সে। তবে সবাইকে খুশি করতে সব শিখলেও ফোকাসের অভাবে কোনো কিছুতেই পটু নয় ঊর্মি। একটাই জিনিস ভালো পারে সে- ট্যাক্সি চালানো।
একদিন বাড়ি ফেরার পথে, একদল ছেলে ঊর্মির পেছনে ধাওয়া করে। সেই সময়ে তাঁকে এসে বাঁচায় নম্র-ভদ্র এক ট্যাক্সিচালক সাত্যকি। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে ঊর্মি সিদ্ধান্ত নেয়, এবার সময় এসেছে তাঁর নিজের ড্রাইভিং দক্ষতাকে সম্মান জানানোর। সাত্যকির জ্ঞান, শৃঙ্খলা, কঠোরতা সম্পূর্ণ অজানা ঊর্মির কাছে। তবে এটি তাঁর জীবনে একটি নতুন দিক দেখায়।
জীবনের গতিতে একেবারে বদলে গিয়ে কীভাবে সম্পূর্ণ ভিন্ন, দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী এক মেয়ে হয়ে ওঠে ঊর্মি, তা দেখা যাবে সোম থেকে শুক্রবার প্রতিদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
নতুন সিরিয়াল নিয়ে কথা বলতে গিয়ে অন্বেষা জানিয়েছেন, ট্যাক্সি চালানো শিখতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাঁকে। ভোরবেলা পাঁচটায় উঠে শুরু হয়ে যেত ট্রেনিং। আগেও তিনি গাড়ি চালিয়েছিলেন, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই নতুন।
মহিলা ট্যাক্সিচালক কি পারবে সমস্ত বাধাবিপত্তি দূরে সরিয়ে দেখে নিজের নেশা এবং পেশাকে সফল করতে? নাকি অদূর ভবিষ্যতে তাঁকেও হারিয়ে যেতে হবে অন্যদের ভিড়ে। দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলায়।
জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। মহানায়ক উত্তমকুমারের গানের কথায় রাখা হয়েছে এই সিরিয়ালের নাম। এই স্লটে অনেক দিন ধরে চলছিল ‘আলো ছায়া’। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন এই ধারাবাহিক। ধারাবাহিকটিতে ট্যাক্সি ড্রাইভার ঊর্মির চরিত্রে দেখা যাবে অন্বেষা হাজরাকে। এর আগে তাঁকে দেখা গিয়েছে ‘কাজললতা’ এবং ‘চুনি পান্না’, ‘বৃদ্ধাশ্রম’ ধারাবাহিকে।
সব কটিতেই ছিল প্রতিবাদী চরিত্র। এবারও তেমনই এক চরিত্র। মেয়েরা আকাশে প্লেন ওড়াতে পারলে ট্যাক্সি চালাতে পারবে না কেন? এই যুক্তিতে অটল সেই মেয়ে। ধনী পরিবারের মেয়ে। কিন্তু নিজের ক্যারিয়ার এবং জীবনটাকে একটু অন্যভাবে দেখতে চায় সে। তাই সে ট্যাক্সি ড্রাইভার। অন্বেষার বিপরীতে দেখা যাবে ঋত্বিক মুখার্জিকে। অলকানন্দা রায়, ময়না ব্যানার্জিসহ আরও অনেকে অভিনয় করছেন ধারাবাহিকটিতে। এই ধারাবাহিকের পরিচালনায় স্বর্ণেন্দু সমাদ্দার।
ঊর্মি একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে। ছোটবেলা থেকে সে প্রাচুর্য দেখেই বড় হয়েছে। পরিবারের সকলের মন রাখতে খেলাধুলা, গান, নাচ বা ফটোগ্রাফি– সবকিছুই শেখে সে। তবে সবাইকে খুশি করতে সব শিখলেও ফোকাসের অভাবে কোনো কিছুতেই পটু নয় ঊর্মি। একটাই জিনিস ভালো পারে সে- ট্যাক্সি চালানো।
একদিন বাড়ি ফেরার পথে, একদল ছেলে ঊর্মির পেছনে ধাওয়া করে। সেই সময়ে তাঁকে এসে বাঁচায় নম্র-ভদ্র এক ট্যাক্সিচালক সাত্যকি। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে ঊর্মি সিদ্ধান্ত নেয়, এবার সময় এসেছে তাঁর নিজের ড্রাইভিং দক্ষতাকে সম্মান জানানোর। সাত্যকির জ্ঞান, শৃঙ্খলা, কঠোরতা সম্পূর্ণ অজানা ঊর্মির কাছে। তবে এটি তাঁর জীবনে একটি নতুন দিক দেখায়।
জীবনের গতিতে একেবারে বদলে গিয়ে কীভাবে সম্পূর্ণ ভিন্ন, দায়িত্বশীল ও কঠোর পরিশ্রমী এক মেয়ে হয়ে ওঠে ঊর্মি, তা দেখা যাবে সোম থেকে শুক্রবার প্রতিদিন বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
নতুন সিরিয়াল নিয়ে কথা বলতে গিয়ে অন্বেষা জানিয়েছেন, ট্যাক্সি চালানো শিখতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তাঁকে। ভোরবেলা পাঁচটায় উঠে শুরু হয়ে যেত ট্রেনিং। আগেও তিনি গাড়ি চালিয়েছিলেন, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই নতুন।
মহিলা ট্যাক্সিচালক কি পারবে সমস্ত বাধাবিপত্তি দূরে সরিয়ে দেখে নিজের নেশা এবং পেশাকে সফল করতে? নাকি অদূর ভবিষ্যতে তাঁকেও হারিয়ে যেতে হবে অন্যদের ভিড়ে। দেখতে হলে চোখ রাখতে হবে জি বাংলায়।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১২ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১২ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১২ ঘণ্টা আগে