Ajker Patrika

ভেন্টিলেশনে শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান, অবস্থা সংকটাপন্ন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৭: ৪৩
ভেন্টিলেশনে শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান, অবস্থা সংকটাপন্ন

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয় তাঁকে। রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

রশিদ খান প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। বোনম্যারো প্রতিস্থাপনও করা হয়েছিল। কিন্তু, হঠাৎ করেই দেখা দেয় একাধিক সমস্যা। মাঝেমধ্যেই রক্তের প্লাটিলেট কমে যেত তাঁর। তাই প্লাটিলেট নিতে ভর্তি হতেন হাসপাতালে। গত ২১ নভেম্বর স্ট্রোক করলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

দিনকয়েক আগে  অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হয়েছিল তাঁকে। তবে, স্ট্রোকের কারণে তাঁর শরীরের বাঁদিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা করছিলেন চিকিৎসেকরা। মঙ্গলবার ভোরে শিল্পীর অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তাঁর চিকিৎসক সুদীপ্ত মিত্র বলেছেন, অত্যন্ত সংকটজনক অবস্থা। তাই ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাঁকে।

ওস্তাদ রশিদ খানশাস্ত্রীয়সংগীতের জগতে ওস্তাদ রশিদ খান জনপ্রিয় এক নাম। তিনি বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে অংশ নিয়ে বাংলাদেশের শ্রোতাদেরও গান শুনিয়ে মুগ্ধ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত