বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। দীর্ঘদিনের বান্ধবী, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।’
পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, ‘আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। যেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।’
সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তাঁর কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। মজার ব্যাপার হলো, এই গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। গানটি আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায়, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’
বিয়ে করেছেন ভারতের পপ রক ব্যান্ড ‘সনম’-এর প্রধান কণ্ঠশিল্পী ও সুরকার সনম পুরী। দীর্ঘদিনের বান্ধবী, গায়ক ও মডেল জুচোবেনি টুঙ্গোকে বিয়ে করেছেন তিনি। গত বছরের মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে সনম বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে আর কিছু হতে পারে না।’
পাঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে সনম পুরী ও জুচোবেনির বিয়ে সম্পন্ন হয়। দুই সংস্কৃতির সংমিশ্রণ নিয়ে সনম বলেন, ‘আমাদের বিয়েতে দুই সংস্কৃতির মিশ্রণ ছিল অসাধারণ। এমন মজার বিয়ের কথা স্বপ্নেও ভাবিনি। আমার স্ত্রী জুচো এই পুরো বিষয়টিকে জীবন্ত করে তুলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের পরিবার এবং বন্ধুরা নাগা সংস্কৃতির কিছুটা অভিজ্ঞতা লাভ করুক। সুতরাং আমাদের বিয়ের আগের রাতে, আমরা আমাদের নিকটতম পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি অন্তরঙ্গ নৈশভোজের আয়োজন করেছিলাম। যেখানে আমরা নাগা সংস্কৃতিকে প্রত্যক্ষ করি এবং উদ্যাপন করি। এর আগে ছিল বিয়ের রিহার্সাল। সেখানে আমাদের প্রিয় মানুষেরা ছিল।’
সম্প্রতি সনম ব্যান্ডের নতুন একটি গান প্রকাশ হয়েছে, যা গেয়েছেন সনম পুরীর স্ত্রী। তা নিয়ে সনম পুরী বলেন, ‘আমি জানতাম যে তাঁর কণ্ঠ এই গানের জন্য নিখুঁত হবে। মজার ব্যাপার হলো, এই গানটি আমার জীবনকে বদলে দিয়েছে। গানটি আমাকে আমার আত্মার সঙ্গীর দিকে নিয়ে যায়, যার সঙ্গে আমি আমার পুরো জীবন ভাগ করে নিতে চাই।’
প্রবীণ বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ৯১ বছর বয়সে ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
৭ ঘণ্টা আগেকম্পিউটার নাকি ‘রাম’ এর নামে চলে, কারণ ‘র্যাম (RAM)’ শব্দটি হিন্দু দেবতা রামের নামের মতো শোনায়। একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের। দুই মাস আগের ওই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার কৈলাশ খেরের ওই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। রীতিমতো সমালোচ
১০ ঘণ্টা আগেগত সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে পারেননি আসিফ আকবর। পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ।
১৫ ঘণ্টা আগেআজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
১৫ ঘণ্টা আগে