রংপুরে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর তৃতীয় অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন রংপুরের কামাল কাছনায় এএসওডি ট্রেনিং সেন্টারে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শোর এই অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়।
দিনভর প্রতিযোগিতা শেষে অসংখ্য শিল্পীর মধ্য থেকে সুরভী রানী রায় ও শরিফা ববি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়ে ‘ম্যাজিক কার্ড’ পেয়েছেন। এই প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি, হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম।
তাল, সুর, লয়, উচ্চারণ ও গায়কি—এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে বিচারকেরা শিল্পীদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। এই রিয়েলিটি শোর আয়োজনে রয়েছে সান ফাউন্ডেশন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মাছরাঙা টেলিভিশন, মিডিয়াকম লিমিটেড ও দেশাল।
ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরের অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে দেশের সাতটি অঞ্চল—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে। গত ৩ জুন চট্টগ্রামে অডিশন রাউন্ডের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতার অডিশন ও সিলেকশন রাউন্ড। অডিশন রাউন্ড শেষ হবে ৩০ জুলাই ঢাকায়।
গত ২৬ মে পর্যন্ত সারা দেশ থেকে ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছেন। সারা দেশের সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত হয়ে মোট ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবেন। তাঁদের মধ্য থেকে সেরা তিন শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। মাছরাঙা টেলিভিশনে খুব শিগগিরই দেখা যাবে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর চতুর্থ আসর।
রংপুরে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর তৃতীয় অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন রংপুরের কামাল কাছনায় এএসওডি ট্রেনিং সেন্টারে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শোর এই অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়।
দিনভর প্রতিযোগিতা শেষে অসংখ্য শিল্পীর মধ্য থেকে সুরভী রানী রায় ও শরিফা ববি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়ে ‘ম্যাজিক কার্ড’ পেয়েছেন। এই প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি, হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম।
তাল, সুর, লয়, উচ্চারণ ও গায়কি—এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে বিচারকেরা শিল্পীদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করেছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। এই রিয়েলিটি শোর আয়োজনে রয়েছে সান ফাউন্ডেশন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মাছরাঙা টেলিভিশন, মিডিয়াকম লিমিটেড ও দেশাল।
ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরের অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে দেশের সাতটি অঞ্চল—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে। গত ৩ জুন চট্টগ্রামে অডিশন রাউন্ডের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতার অডিশন ও সিলেকশন রাউন্ড। অডিশন রাউন্ড শেষ হবে ৩০ জুলাই ঢাকায়।
গত ২৬ মে পর্যন্ত সারা দেশ থেকে ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছেন। সারা দেশের সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত হয়ে মোট ১৮ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবেন। তাঁদের মধ্য থেকে সেরা তিন শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। মাছরাঙা টেলিভিশনে খুব শিগগিরই দেখা যাবে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর চতুর্থ আসর।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
২ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
২ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
২ ঘণ্টা আগে