বিনোদন প্রতিবেদক, ঢাকা
সোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি দলটিকে। ব্যান্ডের ৫০ বছর পূর্তিতে সেই চট্টগ্রামেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সোলসের আনপ্লাগড কনসার্ট। আগামী ২ মে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স।
সোলসের আনপ্লাগড কনসার্টের বিস্তারিত তুলে ধরতে গতকাল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রকসংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ডসংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস—তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।
আয়োজকেরা জানিয়েছেন, যাঁরা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। এই অনুষ্ঠান কেবল ব্যান্ডটির উদ্যাপন নয়, বরং চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীতজগতের জন্য এক গর্বিত উদ্যাপন।
২ মে শুক্রবার কনসার্ট শুরু হবে রাত ৮টায়। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়: https://mastercard.sslcommerz.com/souls50।
সোলস ব্যান্ডের আত্মপ্রকাশ চট্টগ্রামে ১৯৭৩ সালে। তবে ব্যান্ডটির কার্যক্রম শুরু হয় তারও এক বছর আগে (১৯৭২)। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি দলটিকে। ব্যান্ডের ৫০ বছর পূর্তিতে সেই চট্টগ্রামেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সোলসের আনপ্লাগড কনসার্ট। আগামী ২ মে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টার কার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স।
সোলসের আনপ্লাগড কনসার্টের বিস্তারিত তুলে ধরতে গতকাল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের রকসংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীতধারাকে একটি রূপ দিয়েছে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ডসংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। ক্লাসিক গান থেকে শুরু করে আধুনিক মাস্টারপিস—তাদের সংগীত আজও কোটি হৃদয়ে গেঁথে রয়েছে। এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।
আয়োজকেরা জানিয়েছেন, যাঁরা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সেই সব প্রজন্মের প্রতি এই ঐতিহাসিক সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে। এই অনুষ্ঠান কেবল ব্যান্ডটির উদ্যাপন নয়, বরং চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীতজগতের জন্য এক গর্বিত উদ্যাপন।
২ মে শুক্রবার কনসার্ট শুরু হবে রাত ৮টায়। আজ থেকে শুরু হচ্ছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। পাওয়া যাবে এই ঠিকানায়: https://mastercard.sslcommerz.com/souls50।
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১২ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৩ ঘণ্টা আগে