ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হলো এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। আর সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়েও।
ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দু’জন পরিবেশবাদী। প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তাঁরা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও।
অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ ওয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তাঁরা। তাঁদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।
এদিকে ব্যক্তিগত জেট বিমান ব্যবহার করার জন্য পরিবেশবাদীরা প্রায়ই টেইলর সুইফটের সমালোচনা করেন। জানা গেছে, তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭০ বার আকাশে উড়েছিলেন।
তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে দু’জন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং করে দিতে পারেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীদের গাফিলতির দিকেও আঙুল উঠছে। এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেলর সুইফটের কনসার্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সেখানে শো করবেন ১৪ গ্র্যামি জয়ী টেলর সুইফট।
ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হলো এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। আর সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়েও।
ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দু’জন পরিবেশবাদী। প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তাঁরা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও।
অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ ওয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তাঁরা। তাঁদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।
এদিকে ব্যক্তিগত জেট বিমান ব্যবহার করার জন্য পরিবেশবাদীরা প্রায়ই টেইলর সুইফটের সমালোচনা করেন। জানা গেছে, তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭০ বার আকাশে উড়েছিলেন।
তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে দু’জন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং করে দিতে পারেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীদের গাফিলতির দিকেও আঙুল উঠছে। এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেলর সুইফটের কনসার্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সেখানে শো করবেন ১৪ গ্র্যামি জয়ী টেলর সুইফট।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে