ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হলো এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। আর সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়েও।
ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দু’জন পরিবেশবাদী। প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তাঁরা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও।
অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ ওয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তাঁরা। তাঁদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।
এদিকে ব্যক্তিগত জেট বিমান ব্যবহার করার জন্য পরিবেশবাদীরা প্রায়ই টেইলর সুইফটের সমালোচনা করেন। জানা গেছে, তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭০ বার আকাশে উড়েছিলেন।
তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে দু’জন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং করে দিতে পারেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীদের গাফিলতির দিকেও আঙুল উঠছে। এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেলর সুইফটের কনসার্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সেখানে শো করবেন ১৪ গ্র্যামি জয়ী টেলর সুইফট।
ইরাস ট্যুরে এই মুহূর্তে যুক্তরাজ্যে রয়েছেন পপ সুপারস্টার টেলর সুইফট। লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হলো এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। কমলা রঙের স্প্রে ছড়িয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান। আর সেই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়েও।
ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে সেখানে দাঁড়িয়ে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান। সেই সময়েই ওই এয়ারপোর্টে হানা দেন দু’জন পরিবেশবাদী। প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তাঁরা। যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও।
অ্যান্টি ফসিল ফুয়েল প্রোটেস্টের অংশ হিসেবে এমনটা করা হয়েছে। জাস্ট স্টপ ওয়েল নামের এক পরিবেশবাদী সংস্থা প্রাইভেট জেটগুলোতে এই আক্রমণের দায় স্বীকার করেছে। শুধু দায় স্বীকার নয়, রীতিমতো রঙে ভর্তি হয়ে থাকা বিমানগুলোর সামনে দাঁড়িয়ে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন তাঁরা। তাঁদের দাবি, এভাবে প্রাইভেট জেট নিয়ে ঘোরা ফেরা করাতে বাড়ছে কার্বন নির্গমন। আর তার কারণেই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ভোগ করতে হচ্ছে।
এদিকে ব্যক্তিগত জেট বিমান ব্যবহার করার জন্য পরিবেশবাদীরা প্রায়ই টেইলর সুইফটের সমালোচনা করেন। জানা গেছে, তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ১৭০ বার আকাশে উড়েছিলেন।
তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে কীভাবে দু’জন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং করে দিতে পারেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিরাপত্তাকর্মীদের গাফিলতির দিকেও আঙুল উঠছে। এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেলর সুইফটের কনসার্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সেখানে শো করবেন ১৪ গ্র্যামি জয়ী টেলর সুইফট।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে