বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল ব্যান্ড বায়োস্কোপ। ‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ। বৃহস্পতিবার বায়োস্কোপ ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’
বায়োস্কোপের আরেক সদস্য অরণ্য বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ব্যান্ডের নিজস্ব গান থাকবে। সেই পরিকল্পনা থেকেই ব্যান্ড গঠনের শুরুতেই আমার নতুন গান প্রকাশ করেছি।’
শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বায়োস্কোপের। এ ব্যান্ডের গানের ধরন নিয়ে অরণ্য বলেন, ‘ব্যান্ড গঠনের চিন্তা করার পর থেকেই আমার ভাবছিলাম কী ধরনের গান করব। ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাব আমরা।’
বায়োস্কোপ ব্যান্ডের লাইনআপ:
অরণ্য আকন (ভোকাল ও গিটার)
সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা)
বাপ্পি নবী (ভোকাল ও গিটার)
লোবান (ড্রামস)
আবির দাস (পারকেশন)
তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল ব্যান্ড বায়োস্কোপ। ‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ। বৃহস্পতিবার বায়োস্কোপ ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’
বায়োস্কোপের আরেক সদস্য অরণ্য বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ব্যান্ডের নিজস্ব গান থাকবে। সেই পরিকল্পনা থেকেই ব্যান্ড গঠনের শুরুতেই আমার নতুন গান প্রকাশ করেছি।’
শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বায়োস্কোপের। এ ব্যান্ডের গানের ধরন নিয়ে অরণ্য বলেন, ‘ব্যান্ড গঠনের চিন্তা করার পর থেকেই আমার ভাবছিলাম কী ধরনের গান করব। ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাব আমরা।’
বায়োস্কোপ ব্যান্ডের লাইনআপ:
অরণ্য আকন (ভোকাল ও গিটার)
সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা)
বাপ্পি নবী (ভোকাল ও গিটার)
লোবান (ড্রামস)
আবির দাস (পারকেশন)
তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে