Ajker Patrika

প্লেব্যাকে সেরাকণ্ঠের টুসি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৫১
প্লেব্যাকে সেরাকণ্ঠের টুসি

নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসি প্রতিযোগিতা করছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই বিচারকেরা একাধিকবার বলেছেন, টুসির কণ্ঠটা প্লেব্যাক বা সিনেমার গানের জন্য পারফেক্ট। প্রতিযোগিতার একটি পর্বে টুসি গেয়েছিলেন রুনা লায়লার গাওয়া ‘ও বন্ধু রে, প্রাণও বন্ধু রে’ গানটি। গান শুনে অনুষ্ঠানের অতিথি নায়ক আলমগীর মুগ্ধতা প্রকাশ করে টুসির মাঝে সিনেমার গানের সম্ভাবনার কথা বলেন। সেরাকণ্ঠের বিশেষ বিচারক সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা, প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীও টুসিকে বলেছেন সিনেমার গানের জন্য নিজেকে তৈরি করতে। এত এত গুণীজনের অনুপ্রেরণায় চেষ্টা বেড়েছে টুসির। এখনো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়নি। তার আগেই তিনি ডাক পেলেন সিনেমার গানের। অবশেষে, সুমন পারভেজ প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করলেন টুসি।

‘তোর নামে দলিল দিলাম মনের ময়নার চর, সুখ স্বপনে বাঁধবো ভালোবাসার ঘর’—এমন কথায় গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি। গানে টুসির সহশিল্পী অয়ন চাকলাদার।

জীবনে প্রথম প্লেব্যাক করে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত টুসি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি স্মরণ করলেন সেরাকণ্ঠের বিচারকদের কথা। টুসি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। এখনো সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সামনে তাঁরই গাওয়া “ও বন্ধুরে” গেয়েছিলাম। গান শুনে তিনি বলেছিলেন, টুসি, তুমি আমাকে করলে খুশি। তোমার ভয়েজ কোয়ালিটি এত সুন্দর যে ঠিকমতো চর্চা করলে তুমি ফিল্মে চান্স পাবে। রুনা ম্যাডামের এমন কথার পর আশাবাদ ব্যক্ত করেছেন আলমগীর স্যার, বন্যা ম্যাডাম ও সামিনা ম্যাডাম। আমাকে ঘিরে তাঁদের সেই প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি—এটাই আমার অনেক আনন্দের, ভালোলাগার। কৃতজ্ঞতা সেরাকণ্ঠ প্ল্যাটফর্মকে। ধন্যবাদ শাহাবুদ্দিন আঙ্কেলকে আমাকে সিনেমায় গাইবার সুযোগ করে দেওয়ার জন্য।’

গানে টুসির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তালিম নিয়েছেন রুমা রানী ধরের কাছে। এখন শিখছেন এস এম সেলিম ও শেখ জসীমের কাছে।সাবরিনা নওশীন টুসি। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত