নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসি প্রতিযোগিতা করছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই বিচারকেরা একাধিকবার বলেছেন, টুসির কণ্ঠটা প্লেব্যাক বা সিনেমার গানের জন্য পারফেক্ট। প্রতিযোগিতার একটি পর্বে টুসি গেয়েছিলেন রুনা লায়লার গাওয়া ‘ও বন্ধু রে, প্রাণও বন্ধু রে’ গানটি। গান শুনে অনুষ্ঠানের অতিথি নায়ক আলমগীর মুগ্ধতা প্রকাশ করে টুসির মাঝে সিনেমার গানের সম্ভাবনার কথা বলেন। সেরাকণ্ঠের বিশেষ বিচারক সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা, প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীও টুসিকে বলেছেন সিনেমার গানের জন্য নিজেকে তৈরি করতে। এত এত গুণীজনের অনুপ্রেরণায় চেষ্টা বেড়েছে টুসির। এখনো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়নি। তার আগেই তিনি ডাক পেলেন সিনেমার গানের। অবশেষে, সুমন পারভেজ প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করলেন টুসি।
‘তোর নামে দলিল দিলাম মনের ময়নার চর, সুখ স্বপনে বাঁধবো ভালোবাসার ঘর’—এমন কথায় গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি। গানে টুসির সহশিল্পী অয়ন চাকলাদার।
জীবনে প্রথম প্লেব্যাক করে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত টুসি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি স্মরণ করলেন সেরাকণ্ঠের বিচারকদের কথা। টুসি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। এখনো সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সামনে তাঁরই গাওয়া “ও বন্ধুরে” গেয়েছিলাম। গান শুনে তিনি বলেছিলেন, টুসি, তুমি আমাকে করলে খুশি। তোমার ভয়েজ কোয়ালিটি এত সুন্দর যে ঠিকমতো চর্চা করলে তুমি ফিল্মে চান্স পাবে। রুনা ম্যাডামের এমন কথার পর আশাবাদ ব্যক্ত করেছেন আলমগীর স্যার, বন্যা ম্যাডাম ও সামিনা ম্যাডাম। আমাকে ঘিরে তাঁদের সেই প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি—এটাই আমার অনেক আনন্দের, ভালোলাগার। কৃতজ্ঞতা সেরাকণ্ঠ প্ল্যাটফর্মকে। ধন্যবাদ শাহাবুদ্দিন আঙ্কেলকে আমাকে সিনেমায় গাইবার সুযোগ করে দেওয়ার জন্য।’
গানে টুসির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তালিম নিয়েছেন রুমা রানী ধরের কাছে। এখন শিখছেন এস এম সেলিম ও শেখ জসীমের কাছে।
নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসি প্রতিযোগিতা করছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই বিচারকেরা একাধিকবার বলেছেন, টুসির কণ্ঠটা প্লেব্যাক বা সিনেমার গানের জন্য পারফেক্ট। প্রতিযোগিতার একটি পর্বে টুসি গেয়েছিলেন রুনা লায়লার গাওয়া ‘ও বন্ধু রে, প্রাণও বন্ধু রে’ গানটি। গান শুনে অনুষ্ঠানের অতিথি নায়ক আলমগীর মুগ্ধতা প্রকাশ করে টুসির মাঝে সিনেমার গানের সম্ভাবনার কথা বলেন। সেরাকণ্ঠের বিশেষ বিচারক সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা, প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীও টুসিকে বলেছেন সিনেমার গানের জন্য নিজেকে তৈরি করতে। এত এত গুণীজনের অনুপ্রেরণায় চেষ্টা বেড়েছে টুসির। এখনো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়নি। তার আগেই তিনি ডাক পেলেন সিনেমার গানের। অবশেষে, সুমন পারভেজ প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করলেন টুসি।
‘তোর নামে দলিল দিলাম মনের ময়নার চর, সুখ স্বপনে বাঁধবো ভালোবাসার ঘর’—এমন কথায় গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি। গানে টুসির সহশিল্পী অয়ন চাকলাদার।
জীবনে প্রথম প্লেব্যাক করে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত টুসি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি স্মরণ করলেন সেরাকণ্ঠের বিচারকদের কথা। টুসি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। এখনো সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সামনে তাঁরই গাওয়া “ও বন্ধুরে” গেয়েছিলাম। গান শুনে তিনি বলেছিলেন, টুসি, তুমি আমাকে করলে খুশি। তোমার ভয়েজ কোয়ালিটি এত সুন্দর যে ঠিকমতো চর্চা করলে তুমি ফিল্মে চান্স পাবে। রুনা ম্যাডামের এমন কথার পর আশাবাদ ব্যক্ত করেছেন আলমগীর স্যার, বন্যা ম্যাডাম ও সামিনা ম্যাডাম। আমাকে ঘিরে তাঁদের সেই প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি—এটাই আমার অনেক আনন্দের, ভালোলাগার। কৃতজ্ঞতা সেরাকণ্ঠ প্ল্যাটফর্মকে। ধন্যবাদ শাহাবুদ্দিন আঙ্কেলকে আমাকে সিনেমায় গাইবার সুযোগ করে দেওয়ার জন্য।’
গানে টুসির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তালিম নিয়েছেন রুমা রানী ধরের কাছে। এখন শিখছেন এস এম সেলিম ও শেখ জসীমের কাছে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে