মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।
অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’
তিনি এ-ও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান—এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।’
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।
অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’
তিনি এ-ও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান—এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।’
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে