মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।
অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’
তিনি এ-ও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান—এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।’
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ নারীভক্তকে ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন বিতর্কে সাফাই দিলেন শিল্পী নিজেই।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’ গাইছেন। তখন দর্শক আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারীভক্তকে ঠোঁটে চুমু দিয়ে বসেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে এমন কাণ্ডে কিছুটা বিব্রত হয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। তা দেখে হতবাক সকলে।
অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম।
এদিকে সমালোচনা যখন তুঙ্গে শিল্পী নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভক্তদের পাগলামি এ রকমই হয়। আমরা শিল্পীরা ভীষণ সরল সাদাসিধে, এ রকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন?’
তিনি এ-ও বলেন, ‘ভিড়ে কত রকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই এক মুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান—এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে