বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে