বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
বিষয়ভিত্তিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমন। মানবতার প্রশ্নে বরারবরই যিনি হাতে তুলে নিয়েছেন কলম আর গিটার। কণ্ঠে তুলে নিয়েছেন গান। নিপীড়িত মানুষের জন্য যার আহ্বান, হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোড়ে। সেই সুমন এবার লিখলেন যুদ্ধাক্রান্ত ইউক্রেনের জন্য গান। সুমন জানিয়েছেন, ইউক্রেনের উপর রুশ হামলার ঘটনাটি তিনি কেয়াল করছেন। এরই মধ্যে তাঁর ছেলে অনির্বাণ সাধুর দাবি করায় নতুন গানটি লিখেছেন।
গানের কথাগুলো এমন- কেউ তোলে বন্দুক কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে আমার শহর/ কেউ বলে হাত তোলো কেউ ধরে হাত/ দখল করে কি কারও খুলেছে বরাত/ বরং ফুলের বীজ মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন আর একটাও।’
কবীর সুমন জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি সকালেই গানটি লিখেছেন তিনি। গানটি হিন্দিতে ধরার দায়িত্ব দিয়েছেন তাঁর ছেলে অনির্বাণ সাধুকে। নতুন গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে গানটি লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।’
সম্প্রতি একুশে ফেব্রুয়ারি স্মরণেও একটি গান লিকেছেন কবীর সুমন। ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের আসিফ আকবর।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ মিনিট আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগে