কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।
বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন রশিদ খান। একটা সময়ে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে কলকাতায় শুরু হয় ট্রিটমেন্ট। তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীতচর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর এক সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।
বেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন রশিদ খান। একটা সময়ে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে কলকাতায় শুরু হয় ট্রিটমেন্ট। তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীতচর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর এক সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
বছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
৫ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
৫ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১ দিন আগে