Ajker Patrika

ওস্তাদ রশিদ খানের অবস্থা সংকটাপন্ন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৩: ৩৩
ওস্তাদ রশিদ খানের অবস্থা সংকটাপন্ন

কয়েক দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকেরা। ভারতীয় সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যানসারে ভোগা ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

শিল্পীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওস্তাদ রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুরো বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন বলে সূত্র জানিয়েছে। তবে জানা গেছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চলছে ট্রিটমেন্ট।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খানবেশ কয়েক বছর ধরেই ক্যানসারে ভুগছেন রশিদ খান। একটা সময়ে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে কলকাতায় শুরু হয় ট্রিটমেন্ট। তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীতচর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর এক সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের।

রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টালিউডের সিনেমায় বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত