বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।
এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’
ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।
১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।
৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।
এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’
ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।
১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।
৯৭তম অস্কারে সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছিল ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লালের ‘নো আদার ল্যান্ড’। চার বছর ধরে নির্মিত এ তথ্যচিত্রে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার—সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে।
৮ মিনিট আগেঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে