Ajker Patrika

পরীমণি গাইলেন রণজয়ের গান

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১২: ০২
পরীমণি গাইলেন রণজয়ের গান

সোমবার রাতে আলো-আঁধারিতে নিজের ঘরে বসে আবছা কণ্ঠে পরীমণি গাইলেন ‘কেন রোদের মতো হাসলে না’। কলকাতার সুরকার রণজয় ভট্টাচার্যের সুরে শিলাদিত্য মৌলিকের ‘হৃৎপিণ্ড’ ছবির গান এটি। গান গেয়ে সেই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন পরীমণি।

এরই মধ্যে পরীর গাওয়া গান নিয়ে প্রশংসা ছড়াচ্ছেন ভক্তরা। পরীর কণ্ঠের প্রশংসার পাশাপাশি আলোচিত হচ্ছে রণজয়ের নামও। শিরোনাম হয়েছে ভারতীয় গণমাধ্যমে। ভিডিওতে পরীমণি এক মনে গাইছেন ‘আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না’।

সুরকার কি শুনেছেন পরীমণির গান? আনন্দবাজার অনলাইনে সুরকার রণজয় উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, সোমবার রাত থেকেই তাঁকে সবাই জানিয়েছেন। কেউ কেউ পরীমণির গাওয়া গানের লিঙ্ক পাঠিয়েছেন। রণজয় বলেন, ‘মন কেমনের জন্মদিন’ গানটিকে বাংলার সবাই ভালবেসেছেন। সেটা যে বাংলাদেশে পৌঁছবে এবং পরীমণি গাইবেন, ভাবতেই পারিনি! খুব লোভ হচ্ছে বাংলাদেশ আর পরীমণির সঙ্গে কাজ করার।’

রণজয় আরও বলেন, ‘শিলাদিত্যের “সোয়েটার” ছবির ‘প্রেমে পড়া বারণ’ বাংলাদেশে জনপ্রিয়। এখন মনে হচ্ছে, এই গানটি আগের গানকেও ছাপিয়ে গেল।’

বিষয়:

পরীমণি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত