Ajker Patrika

ম্যানেজারকে চড় মেরে আইনি জটিলতায় নিকি মিনাজ

বিনোদন ডেস্ক
নিকি মিনাজ। ছবি: ইনস্টাগ্রাম
নিকি মিনাজ। ছবি: ইনস্টাগ্রাম

র‍্যাপ গায়িকা নিকি মিনাজের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর সাবেক ম্যানেজার। ব্র্যান্ডন গ্যারেট নামের ওই ট্যুর ম্যানেজারের অভিযোগ, নিকি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ইচ্ছাকৃতভাবে মানসিক নির্যাতন করেছেন। এই অভিযোগে লস অ্যাঞ্জেলেসের আদালতে নিকির বিরুদ্ধে ৩ জানুয়ারি মামলাটি করা হয়েছে।

সংবাদমাধ্যম টিএমজেড ও ভ্যারাইটি জানিয়েছে, নিকি মিনাজ ও ব্র্যান্ডন গ্যারেটের মধ্যে ঘটনাটি ঘটে গত বছরের ২১ এপ্রিল। যুক্তরাষ্ট্রের ডেট্রোয়েটে লিটল সিজারস অ্যারেনায় সেদিন নিকির কনসার্ট ছিল। ব্যাকস্টেজে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্র্যান্ডনকে থাপ্পড় মারেন নিকি।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, কনসার্ট চলাকালীন ব্র্যান্ডন গ্যারেটকে নিকির ড্রেসিং রুমে ডেকে পাঠান গায়িকার নিরাপত্তাপ্রধান ল্যারি। সেখানে তখন নিকির আটজন স্টাফ উপস্থিত ছিলেন। স্টাফদের কাজকর্ম নিয়ে হতাশ ছিলেন গায়িকা। তাঁদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ব্র্যান্ডনকে একহাত নেন নিকি।

ব্র্যান্ডনকে প্রচণ্ড গালিগালাজ করেন। ডান গালে সজোরে থাপ্পড় মারেন। তাতে পড়ে যান ব্র্যান্ডন। এরপর নিকি তাঁর হাত মুচড়ে দেন। এমনকি নিকির স্বামী কেনেথ পেটির ভয় দেখিয়ে তাঁকে হত্যার হুমকিও দেন।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ব্র্যান্ডন। ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে বসে কেঁদেছেন। একপর্যায়ে মেসেজ করে তাঁকে জানানো হয়, পরবর্তী শো থেকে তাঁকে আর দরকার নেই। এ ঘটনায় নিকির ক্ষমাপ্রার্থনা, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ব্র্যান্ডন।

তবে ব্র্যান্ডন গ্যারেটের এই অভিযোগ অস্বীকার করেছেন নিকি মিনাজের আইনজীবী জুড বার্স্টেইন। তিনি জানান, বিশ্বজুড়ে নিকি তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য পরিচিত। তাঁকে হেয় করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। যে সময়ে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে, সেটা পিঙ্ক ফ্রাইডে-টু সংগীতসফরের সময়ের। নিকির ক্যারিয়ারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। টিএমজেডকে তিনি বলেন, ‘এই মামলায় উল্লেখ করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের বিশ্বাস, এ মামলার রায় নিকির পক্ষেই যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত