হালের গ্লোবাল পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক। তাদের ২০২২ সালের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে বিখ্যাত টাইম সাময়িকী।
এর আগে ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এই তকমা জিতেছিল। এবার দ্বিতীয় কে–পপ ব্যান্ড হিসেবে দক্ষিণ কোরিয়ার চার সদস্যের নারী ব্যান্ডটি টাইমের শিরোনাম হলো।
দক্ষিণ কোরিয়ার বৃহৎ রেকর্ড লেবেল ওয়াইজি ২০১৬ সালে জেনি, জিসু, লিসা এবং রোজকে আবিষ্কার করে। পরবর্তীতে এই চারজনই দ্রুত আন্তর্জাতিক খ্যাতি পান। দক্ষিণ কোরিয়ার রেকর্ড লেবেলটি সম্ভাবনাময় পারফরমারদের খুঁজে বের করে। এরপর তাদের নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়। এ ছাড়া দেশের তারকা মানের পারফরমারদের স্ক্রিনে কাজ করার সুযোগ দেয় তারা।
ব্ল্যাকপিঙ্কের প্রথম এলপি ‘দ্য অ্যালবাম’, ২০২০ সালে প্রকাশ পায়। প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটি।
ব্ল্যাকপিঙ্কের র্যাপার জেনি টাইমকে বলেন, ‘আমরা অনেক কাজ করেছি যাতে আমাদের সুপার ওমেনের মতো দেখায়। কিন্তু দিন শেষে আমরা খুব সাধারণ মেয়ে।’
এই ব্যান্ডের বৈশ্বিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁদের প্রত্যেকের একটি আন্তর্জাতিক পটভূমি। যেমন: গায়িকা রোজের জন্ম নিউজিল্যান্ডে এবং বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়।
জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। আর নৃত্যশিল্পী লিসা থাইল্যান্ডের। গায়িকা জিসু গ্রুপের একমাত্র সদস্য যার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়।
ব্ল্যাকপিঙ্ক বর্তমানে ‘বর্ন পিঙ্ক’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপজুড়ে পারফর্ম করছে। গত অক্টোবরে শুরু হওয়া সফর শেষ হবে এ বছরের শেষ নাগাদ।
হালের গ্লোবাল পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক। তাদের ২০২২ সালের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছে বিখ্যাত টাইম সাময়িকী।
এর আগে ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এই তকমা জিতেছিল। এবার দ্বিতীয় কে–পপ ব্যান্ড হিসেবে দক্ষিণ কোরিয়ার চার সদস্যের নারী ব্যান্ডটি টাইমের শিরোনাম হলো।
দক্ষিণ কোরিয়ার বৃহৎ রেকর্ড লেবেল ওয়াইজি ২০১৬ সালে জেনি, জিসু, লিসা এবং রোজকে আবিষ্কার করে। পরবর্তীতে এই চারজনই দ্রুত আন্তর্জাতিক খ্যাতি পান। দক্ষিণ কোরিয়ার রেকর্ড লেবেলটি সম্ভাবনাময় পারফরমারদের খুঁজে বের করে। এরপর তাদের নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়। এ ছাড়া দেশের তারকা মানের পারফরমারদের স্ক্রিনে কাজ করার সুযোগ দেয় তারা।
ব্ল্যাকপিঙ্কের প্রথম এলপি ‘দ্য অ্যালবাম’, ২০২০ সালে প্রকাশ পায়। প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে ১০ লাখের বেশি কপি বিক্রি হয় অ্যালবামটি।
ব্ল্যাকপিঙ্কের র্যাপার জেনি টাইমকে বলেন, ‘আমরা অনেক কাজ করেছি যাতে আমাদের সুপার ওমেনের মতো দেখায়। কিন্তু দিন শেষে আমরা খুব সাধারণ মেয়ে।’
এই ব্যান্ডের বৈশ্বিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাঁদের প্রত্যেকের একটি আন্তর্জাতিক পটভূমি। যেমন: গায়িকা রোজের জন্ম নিউজিল্যান্ডে এবং বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়।
জেনির জন্ম দক্ষিণ কোরিয়ায় কিন্তু বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। আর নৃত্যশিল্পী লিসা থাইল্যান্ডের। গায়িকা জিসু গ্রুপের একমাত্র সদস্য যার জন্ম এবং বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়।
ব্ল্যাকপিঙ্ক বর্তমানে ‘বর্ন পিঙ্ক’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ইউরোপজুড়ে পারফর্ম করছে। গত অক্টোবরে শুরু হওয়া সফর শেষ হবে এ বছরের শেষ নাগাদ।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
২১ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১ দিন আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১ দিন আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১ দিন আগে