Ajker Patrika

চলে গেলেন ‘সাগরের তীর থেকে’খ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সংগীতশিল্পী জিনাত রেহানা। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী জিনাত রেহানা। ছবি: সংগৃহীত

মারা গেছেন সংগীতশিল্পী জিনাত রেহানা। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন জিনাত রেহানা।

বুধবার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জিনাত রেহানার। এরপর চ্যানেল আই কার্যালয়ে বেলা ৩টায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই সংগীতশিল্পীকে।

পরিবারের মাধ্যমে শিল্পী হিসেবে পথ চলা শুরু হয় ষাট, সত্তর ও আশির দশকের সংগীতশিল্পী জিনাত রেহানার। তাঁর মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক, আর খালা আঞ্জুমান আরা বেগম বিখ্যাত কণ্ঠশিল্পী। জিনাত রেহানার স্বামী ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল সৈয়দ। জিনাত রেহানাকে গানের জগতে আসার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তাঁর খালা কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম।

১৯৬৪ সালে বেতার ও ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত রেহানা। বেতারে ১৯৬৮ সালে তাঁর ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে মাঝে তাঁকে গানে কম পাওয়া যেত।

জিনাত রেহানার গাওয়া অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকে ছিলেম’, ‘কপালে তো টিকলি পরব না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ ইত্যাদি। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের গানও করেছেন জিনাত রেহানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত