মায়ের স্বপ্ন ছিল লন্ডন ও প্যারিস ঘুরে দেখবেন। সেই ইচ্ছে জানিয়েছিলেন সন্তানকে। মায়ের শারীরিক সমস্যার কারণে তা আর হয়ে ওঠে না। কিন্তু সন্তানের মনে বারবার নাড়া দিচ্ছিল মায়ের স্বপ্ন পূরণ করতে না পারার হতাশা। বলিউডের বিখ্যাত সুরকার ও মিউজিশিয়ান প্রীতম সেই হতাশাকে দূরে রেখে বোঝালেন, ইচ্ছে থাকলেই উপায় বের করা সম্ভব। মাকে লন্ডন ও প্যারিস দেখাতে করলেন অসাধ্য সাধন। হুইলচেয়ারে করে ঘোরালেন দুই শহর।
মা অনুরাধা চক্রবর্তীর ইংল্যান্ড ও ফ্রান্স ট্যুরের কিছু ছবি দিয়ে ভিডিও বানিয়েছেন প্রীতম। সঙ্গে ছিল তাঁর পুরো পরিবার। আর ভিডিওর সঙ্গে দিলেন মন ছুঁয়ে যাওয়া এক দীর্ঘ বার্তা।
প্রীতম লিখেছেন, ‘কয়েক বছর আগে মা তাঁর জীবনে অন্তত একবার লন্ডন ও প্যারিস দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বাবার অ্যালজাইমার্স ধরা পড়ে। আর এই পুরো সময়টা বাবার পাশে ছিলেন মা, তাঁর যত্ন নিচ্ছিলেন। এমনকি সেই সময়ে তাঁর অত্যন্ত প্রয়োজনীয় হাঁটুর অস্ত্রোপচার করাতেও রাজি হননি তিনি।’
‘এরপর বাবা চলে যান আমাদের ছেড়ে। তারপর করোনা আসে। জীবন আরও স্থবির হয়ে পড়েছিল। বয়সের জন্য মায়ের আর হাঁটুর অস্ত্রোপচার করাও সম্ভব ছিল না। হুইলচেয়ারেই আটকে পড়েছিলেন। কিন্তু তা-ও আমরা তাঁকে নিয়ে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’ আরও লেখেন প্রীতম।
প্রীতম জানান, তাঁরা খুব চিন্তায় ছিলেন মা অনুরাধার স্বাস্থ্য নিয়ে। কিন্তু মায়ের মুখের আনন্দ দেখে মন ভরেছিল আনন্দে। প্রীতম লিখেছেন, ‘মা খুব রোমাঞ্চিত ছিলেন, যদিও আমি তাঁর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভয়ে এবং চিন্তায় ছিলাম। তবে তাঁর চোখেমুখে যে আনন্দ ছিল, তা অমূল্য। ভালো ব্যাপার হচ্ছে, বাচ্চারা তাদের ঠাম্মুকে ঘোরানোর সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল নিজেদের কাঁধে। এটি এমন একটি ছুটি, যা সারা জীবন আমার মনে থেকে যাবে।’
সবশেষ প্রীতম লিখেছেন, ‘আমি শুধু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই যে দয়া করে এখনই আপনার পিতামাতার ইচ্ছা পূরণ করুন। যতক্ষণ তাঁরা আপনাদের সঙ্গে আছেন। ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন না। বরং এই মুহূর্তে নিজেদের উপভোগ করুন।’
প্রীতমের এই পোস্ট মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। একজন মন্তব্যে লিখেছেন, ‘সব মা যেন আপনার মতো সন্তান পায়। এত মিষ্টি নাতি-নাতনি পায়। সুন্দর পোস্ট।’ আরেকজন লিখেছেন, ‘সমাজের অনেক কিছু শেখার আছে এ রকম পোস্ট থেকে। বাবা-মার বৃদ্ধ বয়সের লাঠি সন্তানই। তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠাবেন না কেউ দয়া করে।’
মায়ের স্বপ্ন ছিল লন্ডন ও প্যারিস ঘুরে দেখবেন। সেই ইচ্ছে জানিয়েছিলেন সন্তানকে। মায়ের শারীরিক সমস্যার কারণে তা আর হয়ে ওঠে না। কিন্তু সন্তানের মনে বারবার নাড়া দিচ্ছিল মায়ের স্বপ্ন পূরণ করতে না পারার হতাশা। বলিউডের বিখ্যাত সুরকার ও মিউজিশিয়ান প্রীতম সেই হতাশাকে দূরে রেখে বোঝালেন, ইচ্ছে থাকলেই উপায় বের করা সম্ভব। মাকে লন্ডন ও প্যারিস দেখাতে করলেন অসাধ্য সাধন। হুইলচেয়ারে করে ঘোরালেন দুই শহর।
মা অনুরাধা চক্রবর্তীর ইংল্যান্ড ও ফ্রান্স ট্যুরের কিছু ছবি দিয়ে ভিডিও বানিয়েছেন প্রীতম। সঙ্গে ছিল তাঁর পুরো পরিবার। আর ভিডিওর সঙ্গে দিলেন মন ছুঁয়ে যাওয়া এক দীর্ঘ বার্তা।
প্রীতম লিখেছেন, ‘কয়েক বছর আগে মা তাঁর জীবনে অন্তত একবার লন্ডন ও প্যারিস দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বাবার অ্যালজাইমার্স ধরা পড়ে। আর এই পুরো সময়টা বাবার পাশে ছিলেন মা, তাঁর যত্ন নিচ্ছিলেন। এমনকি সেই সময়ে তাঁর অত্যন্ত প্রয়োজনীয় হাঁটুর অস্ত্রোপচার করাতেও রাজি হননি তিনি।’
‘এরপর বাবা চলে যান আমাদের ছেড়ে। তারপর করোনা আসে। জীবন আরও স্থবির হয়ে পড়েছিল। বয়সের জন্য মায়ের আর হাঁটুর অস্ত্রোপচার করাও সম্ভব ছিল না। হুইলচেয়ারেই আটকে পড়েছিলেন। কিন্তু তা-ও আমরা তাঁকে নিয়ে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’ আরও লেখেন প্রীতম।
প্রীতম জানান, তাঁরা খুব চিন্তায় ছিলেন মা অনুরাধার স্বাস্থ্য নিয়ে। কিন্তু মায়ের মুখের আনন্দ দেখে মন ভরেছিল আনন্দে। প্রীতম লিখেছেন, ‘মা খুব রোমাঞ্চিত ছিলেন, যদিও আমি তাঁর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভয়ে এবং চিন্তায় ছিলাম। তবে তাঁর চোখেমুখে যে আনন্দ ছিল, তা অমূল্য। ভালো ব্যাপার হচ্ছে, বাচ্চারা তাদের ঠাম্মুকে ঘোরানোর সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল নিজেদের কাঁধে। এটি এমন একটি ছুটি, যা সারা জীবন আমার মনে থেকে যাবে।’
সবশেষ প্রীতম লিখেছেন, ‘আমি শুধু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই যে দয়া করে এখনই আপনার পিতামাতার ইচ্ছা পূরণ করুন। যতক্ষণ তাঁরা আপনাদের সঙ্গে আছেন। ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন না। বরং এই মুহূর্তে নিজেদের উপভোগ করুন।’
প্রীতমের এই পোস্ট মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। একজন মন্তব্যে লিখেছেন, ‘সব মা যেন আপনার মতো সন্তান পায়। এত মিষ্টি নাতি-নাতনি পায়। সুন্দর পোস্ট।’ আরেকজন লিখেছেন, ‘সমাজের অনেক কিছু শেখার আছে এ রকম পোস্ট থেকে। বাবা-মার বৃদ্ধ বয়সের লাঠি সন্তানই। তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠাবেন না কেউ দয়া করে।’
বছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
৫ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
৫ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১ দিন আগে