Ajker Patrika

অসুস্থ মাকে হুইলচেয়ারে প্যারিস ঘুরিয়ে স্বপ্ন পূরণ করলেন প্রীতম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১২: ৩২
অসুস্থ মাকে হুইলচেয়ারে প্যারিস ঘুরিয়ে স্বপ্ন পূরণ করলেন প্রীতম

মায়ের স্বপ্ন ছিল লন্ডন ও প্যারিস ঘুরে দেখবেন। সেই ইচ্ছে জানিয়েছিলেন সন্তানকে। মায়ের শারীরিক সমস্যার কারণে তা আর হয়ে ওঠে না। কিন্তু সন্তানের মনে বারবার নাড়া দিচ্ছিল মায়ের স্বপ্ন পূরণ করতে না পারার হতাশা। বলিউডের বিখ্যাত সুরকার ও মিউজিশিয়ান প্রীতম সেই হতাশাকে দূরে রেখে বোঝালেন, ইচ্ছে থাকলেই উপায় বের করা সম্ভব। মাকে লন্ডন ও প্যারিস দেখাতে করলেন অসাধ্য সাধন। হুইলচেয়ারে করে ঘোরালেন দুই শহর।

মা অনুরাধা চক্রবর্তীর ইংল্যান্ড ও ফ্রান্স ট্যুরের কিছু ছবি দিয়ে ভিডিও বানিয়েছেন প্রীতম। সঙ্গে ছিল তাঁর পুরো পরিবার। আর ভিডিওর সঙ্গে দিলেন মন ছুঁয়ে যাওয়া এক দীর্ঘ বার্তা।

প্রীতম লিখেছেন, ‘কয়েক বছর আগে মা তাঁর জীবনে অন্তত একবার লন্ডন ও প্যারিস দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বাবার অ্যালজাইমার্স ধরা পড়ে। আর এই পুরো সময়টা বাবার পাশে ছিলেন মা, তাঁর যত্ন নিচ্ছিলেন। এমনকি সেই সময়ে তাঁর অত্যন্ত প্রয়োজনীয় হাঁটুর অস্ত্রোপচার করাতেও রাজি হননি তিনি।’

‘এরপর বাবা চলে যান আমাদের ছেড়ে। তারপর করোনা আসে। জীবন আরও স্থবির হয়ে পড়েছিল। বয়সের জন্য মায়ের আর হাঁটুর অস্ত্রোপচার করাও সম্ভব ছিল না। হুইলচেয়ারেই আটকে পড়েছিলেন। কিন্তু তা-ও আমরা তাঁকে নিয়ে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’ আরও লেখেন প্রীতম।

অসুস্থ মায়ের স্বপ্ন পূরণ করলেন প্রীতমপ্রীতম জানান, তাঁরা খুব চিন্তায় ছিলেন মা অনুরাধার স্বাস্থ্য নিয়ে। কিন্তু মায়ের মুখের আনন্দ দেখে মন ভরেছিল আনন্দে। প্রীতম লিখেছেন, ‘মা খুব রোমাঞ্চিত ছিলেন, যদিও আমি তাঁর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভয়ে এবং চিন্তায় ছিলাম। তবে তাঁর চোখেমুখে যে আনন্দ ছিল, তা অমূল্য। ভালো ব্যাপার হচ্ছে, বাচ্চারা তাদের ঠাম্মুকে ঘোরানোর সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল নিজেদের কাঁধে। এটি এমন একটি ছুটি, যা সারা জীবন আমার মনে থেকে যাবে।’

সবশেষ প্রীতম লিখেছেন, ‘আমি শুধু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাই যে দয়া করে এখনই আপনার পিতামাতার ইচ্ছা পূরণ করুন। যতক্ষণ তাঁরা আপনাদের সঙ্গে আছেন। ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন না। বরং এই মুহূর্তে নিজেদের উপভোগ করুন।’

প্রীতমের এই পোস্ট মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। একজন মন্তব্যে লিখেছেন, ‘সব মা যেন আপনার মতো সন্তান পায়। এত মিষ্টি নাতি-নাতনি পায়। সুন্দর পোস্ট।’ আরেকজন লিখেছেন, ‘সমাজের অনেক কিছু শেখার আছে এ রকম পোস্ট থেকে। বাবা-মার বৃদ্ধ বয়সের লাঠি সন্তানই। তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠাবেন না কেউ দয়া করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত