ভারতের জনপ্রিয় গায়কদের একজন সোনু নিগাম। আজ তাঁর এ জায়গায় পৌঁছানোর পেছনে রয়েছে জনপ্রিয় গায়ক অনু মালিকের বিশাল অবদান। ‘গুরুজি’ হিসেবে তাঁকে মানেনও সোনু নিগাম। বহু সুপারহিট গান উপহার দিয়েছেন এ জুটি।
তবে এবার অনু মালিক প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনু নিগাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু গায়ক-সুরকার অনু মালিকের সঙ্গে সম্পর্কের ধরন ও প্রথম পরিচয়ের সময়কার আলাপ প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস।
সোনুর কথায়, ‘আমার সঙ্গে তার আলাপ ১৪ বছর বয়সে। আমি তখন সদ্য একটি রিয়্যালিটি শো জিতেছিলাম। সে সময় উনি বলেছিলেন, ‘‘বড় হলে ওকে আমার কাছে নিয়ে এসো।’’’
তিনি আরও বলেন, ‘রিয়্যালিটি শো জিতে যখন আমি বাবার সঙ্গে মুম্বাই আসি তখন অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। আমাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি তাঁর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আসলে যত তুমি ভয় পাবে, উনি তত ভয় দেখাবেন। তাঁর ব্যবহারে প্রথম প্রথম বেশ ভয় পেতাম। আমাকে একপ্রকার পীড়নই করতেন, রীতিমতো হেনস্তা করতেন। আমার চেয়ে বড় ছিলেন। এ ছাড়া অভিজ্ঞতাও ছিল বেশি। তবে উনি আমার গুরুজি।’
অনু মালিকের কম্পোজিশনে একাধিক সিনেমায় গান গেয়েছেন সোনু নিগম। তার মধ্যে ‘রিফিউজি’, ‘সৈনিক’, ‘হাসিনা মান যায়েগি’, ‘ফিজা’, ‘তু হাওয়া হ্যায়’, ‘দিল জো পেয়ার করেগা’, ‘বাদল’, ‘মিলনে সে দারতা হ্যায় দিল’, ‘ওম জয় জগদীশ’, ‘চোরি চোরি’ ও ‘জান-এ-মন’ উল্লেখযোগ্য।
ভারতের জনপ্রিয় গায়কদের একজন সোনু নিগাম। আজ তাঁর এ জায়গায় পৌঁছানোর পেছনে রয়েছে জনপ্রিয় গায়ক অনু মালিকের বিশাল অবদান। ‘গুরুজি’ হিসেবে তাঁকে মানেনও সোনু নিগাম। বহু সুপারহিট গান উপহার দিয়েছেন এ জুটি।
তবে এবার অনু মালিক প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনু নিগাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনু গায়ক-সুরকার অনু মালিকের সঙ্গে সম্পর্কের ধরন ও প্রথম পরিচয়ের সময়কার আলাপ প্রকাশ্যে এনেছেন বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস।
সোনুর কথায়, ‘আমার সঙ্গে তার আলাপ ১৪ বছর বয়সে। আমি তখন সদ্য একটি রিয়্যালিটি শো জিতেছিলাম। সে সময় উনি বলেছিলেন, ‘‘বড় হলে ওকে আমার কাছে নিয়ে এসো।’’’
তিনি আরও বলেন, ‘রিয়্যালিটি শো জিতে যখন আমি বাবার সঙ্গে মুম্বাই আসি তখন অনু মালিকের সঙ্গে দেখা করতে যাই। আমাকে বিশেষ পাত্তা দেননি তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি তাঁর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আসলে যত তুমি ভয় পাবে, উনি তত ভয় দেখাবেন। তাঁর ব্যবহারে প্রথম প্রথম বেশ ভয় পেতাম। আমাকে একপ্রকার পীড়নই করতেন, রীতিমতো হেনস্তা করতেন। আমার চেয়ে বড় ছিলেন। এ ছাড়া অভিজ্ঞতাও ছিল বেশি। তবে উনি আমার গুরুজি।’
অনু মালিকের কম্পোজিশনে একাধিক সিনেমায় গান গেয়েছেন সোনু নিগম। তার মধ্যে ‘রিফিউজি’, ‘সৈনিক’, ‘হাসিনা মান যায়েগি’, ‘ফিজা’, ‘তু হাওয়া হ্যায়’, ‘দিল জো পেয়ার করেগা’, ‘বাদল’, ‘মিলনে সে দারতা হ্যায় দিল’, ‘ওম জয় জগদীশ’, ‘চোরি চোরি’ ও ‘জান-এ-মন’ উল্লেখযোগ্য।
প্রবীণ বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ৯১ বছর বয়সে ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
১২ ঘণ্টা আগেকম্পিউটার নাকি ‘রাম’ এর নামে চলে, কারণ ‘র্যাম (RAM)’ শব্দটি হিন্দু দেবতা রামের নামের মতো শোনায়। একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের। দুই মাস আগের ওই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার কৈলাশ খেরের ওই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। রীতিমতো সমালোচ
১৪ ঘণ্টা আগেগত সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে পারেননি আসিফ আকবর। পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ।
২০ ঘণ্টা আগেআজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
২০ ঘণ্টা আগে