শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
প্রবীণ বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ৯১ বছর বয়সে ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
৭ ঘণ্টা আগেকম্পিউটার নাকি ‘রাম’ এর নামে চলে, কারণ ‘র্যাম (RAM)’ শব্দটি হিন্দু দেবতা রামের নামের মতো শোনায়। একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের। দুই মাস আগের ওই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার কৈলাশ খেরের ওই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। রীতিমতো সমালোচ
১০ ঘণ্টা আগেগত সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে পারেননি আসিফ আকবর। পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ।
১৫ ঘণ্টা আগেআজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
১৫ ঘণ্টা আগে