Ajker Patrika

৭৯ বছর বয়সে বান্ধবীর সঙ্গে বাগ্দান সারলেন মিক জ্যাগার

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯: ০২
৭৯ বছর বয়সে বান্ধবীর সঙ্গে বাগ্দান সারলেন মিক জ্যাগার

‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক জ্যাগার। আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন তিনি।

এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।

ওই সূত্র জানিয়েছে, ‘সে পরিষ্কার করেই বলেছে, এটি তাঁর এনগেজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগ্‌দত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’

আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে ছাড়াও আরও সাত সন্তান রয়েছে মিকের।

পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও মিক জ্যাগার আর বিয়ে করেননি।

নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।

প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত