পৃথিবীর সর্বকালের সেরা সংগীতশিল্পীর একটি তালিকা করেছে মার্কিন সাময়িকী ‘রোলিং স্টোন’। তালিকায় স্থান পেয়েছে বিভিন্ন দেশের ২০০ জন শিল্পী। তালিকার শীর্ষে আছেন মার্কিন গায়িকা অ্যারেথা ফ্রাঙ্কলিন। যিনি পঞ্চাশের দশক থেকে গেল দশক পর্যন্ত সক্রিয় ছিলেন। দ্বিতীয় স্থানে আছেন মার্কিন গায়িকা হুইটনি হাস্টন। ১০০ নম্বরে রয়েছেন শিল্পী এলটন জন। তালিকার সর্বশেষ নামটি স্প্যানিশ গায়িকা রোজালিয়ার। এ ছাড়া মাইকেল জ্যাকসন আছেন ৮৬ নম্বরে।
বিশেষ এই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে আছেন প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর। উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পী রয়েছেন ৮৪তম স্থানে। এ ছাড়া পাকিস্তানের বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খান আছেন ৯১তম স্থানে।
দক্ষিণ কোরিয়ার তরুণ শিল্পীরাও জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরার তালিকায়। ১৩৫তম স্থান দখল করেছেন লি জি-ইউন; যিনি সবার কাছে আইইউ নামে পরিচিত। এ ছাড়া কে-পপ ব্যান্ড ‘বিটিএস’র সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক রয়েছেন ১৯১তম স্থানে।
রোলিং স্টোনের করা সর্বকালের সেরা ২০০ শিল্পীর তালিকার সেরা দশে আছেন যথাক্রমে অ্যারেথা ফ্রাঙ্কলিন, হুইটনি হাস্টন, স্যাম কুক, বিলি হলিডে, মারিয়া ক্যারি, রে চার্লস, স্টিভ ওয়ান্ডার, বিয়ন্সে, ওটিস রেডিং ও আল গ্রিন।
তালিকায় আরও রয়েছেন অ্যাডেলে (২২), লেডি গাগা (৫৮), রিয়ানা (৬৮), বব মার্লে (৯৮), টেইলর সুইফট (১০২), বিলি আইলিশ (১৯৮) প্রমুখ।
পৃথিবীর সর্বকালের সেরা সংগীতশিল্পীর একটি তালিকা করেছে মার্কিন সাময়িকী ‘রোলিং স্টোন’। তালিকায় স্থান পেয়েছে বিভিন্ন দেশের ২০০ জন শিল্পী। তালিকার শীর্ষে আছেন মার্কিন গায়িকা অ্যারেথা ফ্রাঙ্কলিন। যিনি পঞ্চাশের দশক থেকে গেল দশক পর্যন্ত সক্রিয় ছিলেন। দ্বিতীয় স্থানে আছেন মার্কিন গায়িকা হুইটনি হাস্টন। ১০০ নম্বরে রয়েছেন শিল্পী এলটন জন। তালিকার সর্বশেষ নামটি স্প্যানিশ গায়িকা রোজালিয়ার। এ ছাড়া মাইকেল জ্যাকসন আছেন ৮৬ নম্বরে।
বিশেষ এই তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে আছেন প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর। উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পী রয়েছেন ৮৪তম স্থানে। এ ছাড়া পাকিস্তানের বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খান আছেন ৯১তম স্থানে।
দক্ষিণ কোরিয়ার তরুণ শিল্পীরাও জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরার তালিকায়। ১৩৫তম স্থান দখল করেছেন লি জি-ইউন; যিনি সবার কাছে আইইউ নামে পরিচিত। এ ছাড়া কে-পপ ব্যান্ড ‘বিটিএস’র সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক রয়েছেন ১৯১তম স্থানে।
রোলিং স্টোনের করা সর্বকালের সেরা ২০০ শিল্পীর তালিকার সেরা দশে আছেন যথাক্রমে অ্যারেথা ফ্রাঙ্কলিন, হুইটনি হাস্টন, স্যাম কুক, বিলি হলিডে, মারিয়া ক্যারি, রে চার্লস, স্টিভ ওয়ান্ডার, বিয়ন্সে, ওটিস রেডিং ও আল গ্রিন।
তালিকায় আরও রয়েছেন অ্যাডেলে (২২), লেডি গাগা (৫৮), রিয়ানা (৬৮), বব মার্লে (৯৮), টেইলর সুইফট (১০২), বিলি আইলিশ (১৯৮) প্রমুখ।
প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে।
৭ ঘণ্টা আগেসালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
১০ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
১২ ঘণ্টা আগে