Ajker Patrika

সিধুর দাবি, নচিকেতার ‘নীলাঞ্জনা’র সুর ফিডব্যাকের গান থেকে অনুপ্রাণিত

বিনোদন ডেস্ক
সিধু ও নচিকেতা। ছবি: সংগৃহীত
সিধু ও নচিকেতা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী সিধু। ক্যাকটাস ব্যান্ডের এই গায়কের দাবি, নচিকেতা চক্রবর্তীর বেশ কিছু গানের সুর বিভিন্ন শিল্পীর গান থেকে অনুপ্রাণিত। কয়েকটি উদাহরণও দিয়েছেন সিধু। এর মধ্যে নচিকেতার অন্যতম জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা ১’ তৈরি হয়েছে বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের একটি গানের অনুপ্রেরণায়।

‘টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিধু। এতে নিজের ক্যারিয়ার ও বিশ্বসংগীতের নানা বিষয় নিয়ে আলাপ করেছেন তিনি। কথায় কথায় আসে নচিকেতা চক্রবর্তীর প্রসঙ্গ। প্রসঙ্গক্রমে জানান, নচিকেতার মতো শিল্পীর কিছু গানের সুরও অন্য গান থেকে ইনফ্লুয়েন্সড।

এ প্রসঙ্গে নচিকেতার সুপারহিট গান ‘রাজশ্রী’ ও ‘নীলাঞ্জনা ১’-এর কথা উল্লেখ করেন সিধু। তিনি বলেন, ‘রাজশ্রী অবশ্যই ইনফ্লুয়েন্সড। “নীলাঞ্জনা ১” মানে “হাজার কবিতা বেকার সবই তা” গানটি অবশ্যই বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের গান থেকে নেওয়া।’ এরপর ফিডব্যাকের ‘দিন যায় দিন চলে যায়, রাত যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে বোঝানো যে গেল না’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান সিধু। ‘দিন যায়’ গানের সঙ্গে নীলাঞ্জনা গানটির সুরের কতখানি মিল, সেটা বোঝানোর চেষ্টা করেন।

সিধু আরও বলেন, ‘(নীলাঞ্জনার) কোরাসের পুরো সুরটা দিন যায় থেকে নেওয়া। ক্যাকটাসের যদি “হলুদ পাখি” হয়, আর নচিদার সে রকমই “নীলাঞ্জনা”। একটা মানুষের জীবনের সবচেয়ে হিট গানটা একটা বাংলাদেশি গানের থেকে অনেকাংশে ইনফ্লুয়েন্সড।’

এরপর সিধু উদাহরণ দেন নচিকেতার আরেক জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা ৩’-এর। এটি একটি স্প্যানিশ গান থেকে ‘ইনফ্লুয়েন্সড’ বলে জানান সিধু। স্প্যানিশ গানটির কয়েকটি লাইন গেয়েও শোনান। নচিকেতার ‘চল যাব তোকে নিয়ে’ গানের সুরও ব্রিটিশ গায়ক স্টিংয়ের একটি গান থেকে নেওয়া বলে জানান সিধু।

এরপরই সিধু বলেন, ‘অঞ্জন দত্ত কি নেয়নি সুর? অঞ্জন দত্তও নিয়েছেন। আমার একটা সুর ভালো লাগতেই পারে, কোনো কোনো সুর এতটাই প্রিয় হয়ে যায় যে মনে হয়, এটা নিয়েই কাজ করি। কিন্তু স্বীকারোক্তি করতে কী অসুবিধা আছে? এটা উল্লেখ করে দিতে তো কোনো অসুবিধা নেই যে এই গানটা উনার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। এটা বলার মধ্যে কোনো দুর্বলতা নেই। বরং এটা ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত