ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।
নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’
গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’
গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।
ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।
নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’
গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’
গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।
প্রবীণ বলিউড অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ অধ্যাপকের চরিত্রে তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ৯১ বছর বয়সে ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
১২ ঘণ্টা আগেকম্পিউটার নাকি ‘রাম’ এর নামে চলে, কারণ ‘র্যাম (RAM)’ শব্দটি হিন্দু দেবতা রামের নামের মতো শোনায়। একটি পডকাস্টে এমন মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের। দুই মাস আগের ওই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার কৈলাশ খেরের ওই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। রীতিমতো সমালোচ
১৪ ঘণ্টা আগেগত সরকারের আমলে রাজনৈতিক কারণে দীর্ঘদিন দেশের মাটিতে কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে পারেননি আসিফ আকবর। পাসপোর্ট নবায়নের অনুমোদন না পাওয়ায় যেতে পারেননি বিদেশের কনসার্টেও। দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পান আসিফ।
২০ ঘণ্টা আগেআজ থেকে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গিট্টু’। দুই পরিবারের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি রচনা করেছেন সুস্ময় সুমন। পরিচালনা করেছেন রুমান রুনি। সপ্তাহের প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে গিট্টু।
২০ ঘণ্টা আগে